Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

সারজিস-হাসনাতের সঙ্গে গায়ক আসিফ

সারজিস আলম, আসিফ আকবর ও হাসনাত আবদুল্লাহ (বাম থেকে) । ছবি: ফেসবুক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। এবার গায়কের সাথে দেখা হলো আন্দোলনের সম্মুখসারির দুই যোদ্ধার সাথে। তারা হলেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

২৮ অক্টোবর আসিফ তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে সারজিস ও হাসনাতের সাথে তোলা একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে মাঝখানে দাঁড়িয়েছেন আসিফ, আর তার দুইপাশে সারজিস ও হাসনাত। গায়ক ছবিটির পোস্টে দীর্ঘ ক্যাপশন লিখেছেন।

আসিফের পোস্টে লেখা, ‘জুলাই বিপ্লবের দুই সফল অধিনায়ক এসেছিলেন ধন‍্যবাদ জানাতে জেন জেডের পক্ষ থেকে। তাদের সাথে দেশ সমাজ রাজনীতির পাশাপাশি সঙ্গীত আর মিডিয়া নিয়েও গল্প হলো। এরা যথেষ্ট জ্ঞানী এবং স্মার্ট।’

গায়ক যোগ করেন, ‘বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ খুব স্ট্রেইট কাট ছেলে, সারজিস আলম মৃদূভাষী। আমিও তাদেরকে আমাদের জেড ফোরস এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি।’

আসিফ আরও লিখেছেন, ‘৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে বাংলাদেশ মু্ক্তি পেয়েছিল দুঃসহ অবস্থা থেকে। ছাত্র জনতার জুলাই বিপ্লব এনে দিয়েছে আওয়ামী- বাকশালীদের খুনিতন্ত্র থেকে মুক্তি।’

সবশেষে গায়ক লিখেছেন, ‘জেড ফোরস এর নভেম্বর বিপ্লব আর জেন জেড এর জুলাই বিপ্লব সমুন্নত থাকুক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে।’

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ভূমিকা পালন করতে দেখা যায় আসিফকে। রাজনৈতিক কারণবশত দীর্ঘদিন তাকে দেশের কনসার্টে দেখা যায়নি। পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনে নিজের ছেলেকে নিয়ে রাজপথে নেমে বাংলাদেশের সাবেক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেন এই গায়ক। আসিফের প্রতিবাদী কণ্ঠ আন্দোলনের সময় বেশ নাড়া দিতে সক্ষম হয় সাধারণ জনগণকে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমানের অনস্ক্রিন জুটি নিয়ে অনিলের মন্তব্য

বলিউডের সবাই মোটামুটি জানেন, অনিল কাপুরের প্রিয় সহকর্মী মাধুরী দীক্ষিত। বলিউডে জোর গুঞ্জনও উঠেছিল  এই বোধ হয়…

মাত্র কয়েক বসন্তের বাসিন্দা যে ’আগুন’ কবি: সঞ্জীব চৌধুরী

তাকে কত কিছু দিয়েই পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে। সঙ্গীত শিল্পী, দলছুট ব্যান্ডের প্রাণ, কবি বা লেখক। সব পরিচয়…

বাংলাদেশে অনিশ্চিত ‘পুষ্পা ২’ মুক্তি !

আগামী ৫ ডিসেম্বর একসাথে বাংলাদেশেও ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির কথা থাকলেও এবার জানা গেল যে একই দিনে দেশে মুক্তি…
0
Share