মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ওয়ান ট্রি হিল’ খ্যাত অভিনেতা পল টিল আর নেই। গেল ১৫ নভেম্বর উত্তর ক্যারোলিনার একটি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।
২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েড সংবাদ সংস্থা টিএমজেডের খবরে জানা যায়, চলতি বছরের এপ্রিলে নিউরোএন্ডোক্রাইন অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হন অভিনেতা পল। মরণব্যাধি এই রোগের চতুর্থ স্টেজে আক্রান্ত হয়েও টানা সাত মাস লড়াই করে ১৫ নভেম্বর হার মানেন তিনি।
তরুণ এ অভিনেতার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার বাগদত্তা এমিলিয়া টোরেলা। তিনি বলেন, ‘আমার দেখা সবচেয় প্রতিভাবান মানুষ ছিলেন পল টিল। সে যখন কোনো কিছু করবেন বলে মন স্থির করতেন, তাকে কখনো থামিয়ে রাখা যায়নি।’
এমিলিয়া টোরেলা আরও বলেন, ‘পল টিল অনেক পরীশ্রমী ও নিবেদিত ব্যক্তি ছিলেন। আমার হৃদয়ের সবটুকু দিয়ে তার প্রতি নিবেদিত ছিলাম এবং বিশ্বাস করেছিলাম তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন।’
অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ‘ওয়ান ট্রি হিল’র সহকর্মী অভিনেত্রী কস্টার বেথানি জয় লেনজ।