ভালো নাম মীর শাহরিয়ার হোসেন মাসুম হলেও নিজেকে মীর মাসুম হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন তিনি। আর তার নামটা শুনলেই চোখে ভেসে ওঠে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’-এর ছবি। যদিও ‘সোলস’ ছাড়াও, নিজের সোলো ক্যারিয়ারেও দারুণ জনপ্রিয় তিনি। মীর মাসুম কিন্তু একাধারে একজন সংগীতশিল্পী, কীবোর্ডিস্ট, সংগীত পরিচালক, সংগীত প্রযোজক, সংগীত প্রোগ্রামার ও সুরকার।
১৯৮১ সালের ১৪ জানুয়ারি নেত্রকোনার এক ছোট গ্রামে জন্ম এই গুণী শিল্পীর। গুরুজি শ্রী হরিমোহন দেবনাথের থেকে ক্লাসিক্যাল মিউজিকে হাতে খড়ি মীর মাসুমের। এরপর আর থেমে থাকেননি। সবার প্রিয় মীর মাসুমের এই বিশেষ দিনে চিত্রালীর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।