Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুলাই ২, ২০২৪
Your Image

২২ ফেব্রুয়ারি কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের ৮১তম জন্মদিন। তিনি একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গীতিকার ও সুরকার।

১৯৪৩ সালের আজকের দিনে (২২ ফেব্রুয়ারি) কুমিল্লায় জন্ম এই কিংবদন্তি শিল্পীর। অর্ধশতের অধিক সংগীত জীবনে রচনা করেছেন ২০ হাজারের বেশি গান। শুরুটা ১৯৬৪ সালে রেডিও পাকিস্তানে গান লেখা থেকে। ‘আয়না ও অবশিষ্ট’ দিয়ে প্রথমবার সিনেমার জন্য গান লেখেন গাজী মাজহারুল আনোয়ার। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৮২ সালে ‘নান্টু ঘটক’ সিনেমা দিয়ে।

তার উল্লেখযোগ্য গান গুলোর মধ্যে রয়েছে, ‘জয় বাংলা, বাংলার জয়’, ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ও পাখি তোর যন্ত্রণা’,’ইশারায় শীষ দিয়ে’, ‘চোখের নজর এমনি কইরা’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘চোখ যে মনের কথা বলে’ ইত্যাদির মতন কালজয়ী সব গান।

২০২২ সালের ৪ সেপ্টেম্বরে পরপারে পাড়ি জমান এই গীতিকার। তার আজকের বিশেষ দিনে রইলো চিত্রালীর প্রাণঢালা শুভেচ্ছা। গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মত কিংবদন্তির কখনও মৃত্যু হয় না।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share