মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে ‘বরবাদ’ সিনেমার একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে শুটিং ফ্লোরের একটি দরজায় আঘাত লেগে আহত হয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।
মেগাস্টারের আঘাত পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা মেহেদী হাসান। নির্মাতা বলেন, ‘বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে আমাদের একটি দৃশ্য ছিল—দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। প্রয়োজনীয় সব ওষুধ দিয়েছেন।’
মেহেদী হাসান আরও বলেন, ‘আঘাতে আহত শাকিব ভাইয়ের পেশাদারি মনোভাব আমাদের সবাইকে বিস্মিত করেছে। কারণ আমরা ট্রিটমেন্টের পর আবার শুটিং হাউসে ফিরি। তার আগে অবশ্য ভেবেছিলাম, ওই দিনের মতো শুটিং বন্ধ রাখব, যাতে শাকিব ভাই বিশ্রাম নিতে পারেন। কিন্তু তিনি আমাদের অবাক করে দিয়ে বললেন, ‘চলো, শুটিং করে ফেলি।’ সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত আমরা শুটিং করেছি। পরদিন আবার পূর্ব পরিকল্পনামতো আমাদের শুটিং হয়েছে।’
উল্লেখ্য, নিজের আসন্ন ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গেল ২২ অক্টোবর মুম্বাইতে উড়াল দিয়েছেন শাকিব খান। সেখানকার একটি স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন। প্রথম লটে ১০ নভেম্বর পর্যন্ত শুটিংয়ের কথা থাকলেও এখন সেটি পরিবর্তন করে ১৬ নভেম্বর করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে দ্বিতীয় ও শেষ লটের শুটিং করবেন টিম ‘বরবাদ’।