Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫

শাহরুখ পুত্রের নতুন সিরিজ

শাহরুখ পুত্রের নতুন সিরিজ

শাহরুখ পুত্রের নতুন সিরিজ: প্রধান ভূমিকায় সাহের বাম্বা

শাহরুখ পুত্রের নতুন সিরিজ ব্যাডস অফ বলিউডের মাধ্যমে পরিচালনায় অভিষেক করতে চলছেন। আসন্ন নেটফ্লিক্স সিরিজের প্রথম লুক ভিডিওতে প্রধান চরিত্র হিসেবে দেখা গেছে সাহের বাম্বা এবং লক্ষ্যকে। কিন্তু নতুন এই নায়িকা সাহের বাম্বা কে?

সাহের বাম্বা একজন অভিনেত্রী এবং মডেল যিনি ছয় বছর ধরে হিন্দি চলচ্চিত্রে অভিনয় করছেন। ১৯৯৯ সালে সুনীল বাম্বা এবং শিল্পা বাম্বার ঘরে জন্মগ্রহণকারী সাহের হিমাচল প্রদেশের সিমলা থেকে এসেছেন। সাহের একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পীও।  

২৬ বছর বয়সী সাহের বাম্বা ২০১৯ সালে সানি দেওলের ছেলে অভিনেতা করণ দেওলের সাথে “পাল পাল দিল কে পাস”- সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করেন।

২০২২ সালে, সাহের বি প্রাকের মিউজিক ভিডিও “ইশক নাহি করতে”-তে বিখ্যাত অভিনেতা ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছিলেন।

সাহের বাম্বা

মিউজিক ভিডিওটির আগে, সাহের বাম্বা নিখিল আডভানীর ২০২১ সালের পিরিয়ড ড্রামা সিরিজ, দ্য এম্পায়ারে কাজ করেছিলেন। পাল পাল দিল কে পাস অভিনেত্রীকে আদবাণীর পরিচালনায় মাহম বেগমের চরিত্রে অভিনয় করা হয়েছিল।

২৬ বছর বয়সী এই অভিনেত্রী রোমান্টিক কমেডি সিরিজ ‘দিল বেকারার’- এর প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন। ‘দিল বেকারার’ অনুজা চৌহানের ২০১৩ সালের উপন্যাস ‘দোস প্রাইসি ঠাকুর গার্লস’ অবলম্বনে নির্মিত হয় যেখানে বাম্বার সাথে অভিনয় করেছিলেন অক্ষয় ওবেরয়, অঞ্জলি আনন্দ, রাজ বাব্বর, পদ্মিনী কোলহাপুরে, সুখমনি সাদানা এবং পুনম ধিল্লোন প্রমুখ।

বর্তমানে এই অভিনেত্রী ব্যাডস অফ বলিউডের প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন। সিরিজটির প্রথম লুক ভিডিওটি ইউটিউবে ১৭ আগস্ট প্রকাশিত হয়েছিল। তবে মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। সিরিজটি পরিচালনা করেছেন আরিয়ান খান।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

ব্রেন টিউমারে আক্রান্ত দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন…

আপন ভাইয়ের সাথে ছবি দিয়ে বিপদে কেয়া পায়েল    

বিপাকে পড়েছেন কেয়া পায়েল দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ…
Exit mobile version