Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুলাই ২, ২০২৫

শাহরুখ নামে ‘কুকুর’ পালার ব্যাখ্যা দিলেন আমির খান  

বলিউডের দুই সুপারস্টার আমির খান ও শাহরুখ খান। এই দুই তারকার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বিদ্যমান থাকলেও আমিরের নামে অভিযোগ উঠে যে শাহ্রুখকে অপমান করেছেন আমির। কারণ  শাহরুখের নামে কুকুর পালার অভিযোগও উঠেছিল আমির খানের নামে।

বহু বছর আগের এক ব্লগ পোস্টে আমির খান লিখেছিলেন, ‘শাহরুখ আমার তালু চাটছে। আমি ওকে বিস্কুট খাওয়াচ্ছি। এর থেকে আর কী চাই!’  আমিরের সেই মন্তব্যটি তৎকালীন সময়েই প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে। শাহরুখ ভক্তরা ক্ষুব্ধ হন, বলিউডের একাংশও কটাক্ষ করে আমিরকে।

পরিস্থিতি এমন দাঁড়ায় যে আমির খানকে টেলিভিশন সাক্ষাৎকারে বিষয়টি ব্যাখ্যা করতে হয়। তিনি তখন জানান, তার একটি পোষা কুকুরের নাম ছিল ‘শাহরুখ, যেটি তিনি কিনেছিলেন এক পারসি ব্যক্তির কাছ থেকে। কুকুরটির নাম সেই মালিকই রেখেছিলেন এবং আমির সেটি মজা করে উল্লেখ করেছিলেন তার ব্লগে।

যদিও সেটা ভালোভাবে নেননি শাহরুখ ভক্তরা। ঘটনার জেরে আমির খান একপর্যায়ে শাহরুখ খানের বাসায় গিয়ে ক্ষমা চান। শুধু শাহরুখ নন, তার সন্তান আরিয়ান খান ও সুহানা খানের কাছেও দুঃখ প্রকাশ করেন তিনি। এরপর আবার দুজনের মধ্যে গড়ে ওঠে উষ্ণ সম্পর্ক। আজ তারা একে অপরকে ‘ভালো বন্ধু’ বলেই অভিহিত করেন।

সম্প্রতি ‘সিতারে জামিন পার’ সিনেমার সাফল্য উদযাপন উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে আসে সেই বিতর্কিত প্রসঙ্গ। ‘দ্য লালনটপ’-কে আমির খান বলেন, ‘আসলে একটা সময় ছিল যখন আমি আর শাহরুখ পরস্পরকে নিয়ে অনেক কিছু বলতাম। হয়তো তখন আমাদের মধ্যে রেষারেষি ছিল, হয়তো উনি আমার ওপর অসন্তুষ্ট ছিলেন। কেন ছিলেন, জানি না। তবে এখন মনে হয়, সেই সময়ের আচরণ ছিল একেবারে শিশুসুলভ।’

আমির খান আরও বলেন, ‘আমাদের ক্যারিয়ারের শুরুর দিকে প্রতিযোগিতা ছিল স্বাভাবিক। তবে সেটা বহু আগেই শেষ হয়ে গেছে। অন্তত আমার দিক থেকে তো নিশ্চিতভাবে এবং আমার বিশ্বাস, শাহরুখের দিক থেকেও।’

আমির খান স্বীকার করেছেন, শাহরুখ প্রতি বছর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়ে রসিকতা করতেন। যদিও সেটা আজ হাস্যরসের স্মৃতি ছাড়া আর কিছুই নয়। সাক্ষাৎকারের শেষে তিনি বলেন, ‘সবকিছুই এখন অতীত। আমাদের মধ্যে এখন পারস্পরিক শ্রদ্ধা রয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে।’

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মারা গেছেন ‘সাগরের তীর থেকে’ গানের কণ্ঠশিল্পী জীনাত

মারা গেছেন বাংলাদেশের সংগীত জগতের প্রখ্যাত কণ্ঠশিল্পী জীনাত রেহানা। ২ জুলাই বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর…

জেন-জি’দের পছন্দ মতো রবীন্দ্রসংগীত গাইতে চান সুনিধি  

সম্প্রতি মুক্তি পেয়েছে সংগীতশিল্পী সুনিধি নায়েকের নতুন গান ‘পালাবে কোথায়’। গানটি দিয়ে ইতোমধ্যেই শ্রোতাদের…
Exit mobile version