বাংলাদেশী মেগাস্টার শাকিব খান ব্যক্তি জীবনে বিয়ে করেছেন দুই চিত্রনায়িকাকে। আবার দুইজনের সাথেই হয়ে গেছে বিচ্ছেদ। তবে বিচ্ছেদ হলেও সন্তানসূত্রে প্রায়ই শাকিব খানকে দেখা যায় দুই প্রাক্তন বউয়ের সাথেই।
শাকিব খানের দুই স্ত্রীর রয়েছে একটি করে সন্তান। বাবা হিসেবে সন্তানদের প্রতি ভালোবাসায় কমতি রাখতে চান না এই মেগাস্টার। তাই সুযোগ পেলেই সন্তানদের সাথে সময় কাটান। সেই সুত্রেই এবার চিত্রনায়িকা বুবলী ও শেহজাদকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন শাকিব। দুজনের ছবিতে সয়লাব সোশ্যাল মিডিয়া। সেই সঙ্গে অপুর প্রতিক্রিয়া জানতে মুখিয়ে আছে নেটিজেনরা। অবশেষে প্রতিক্রিয়া জানালেন অপু বিশ্বাস।
রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বনানীর একটি রেস্টুরেন্টে সিফাত নুসরাতের নতুন একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন অপু। এ অনুষ্ঠানে সিফাত নুসরাতসহ অপুর সঙ্গে উপস্থিত ছিলেন মডেল মারিয়া, সংগীতশিল্পী কোনাল, প্রযোজক আজিজের মত তারকারা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন অপু। এ সময় যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর অবকাশ যাপন প্রসঙ্গে অভিনেত্রীকে কিছু বলতে অনুরোধ করা হয়। অপু বলেন, ‘কী অনুভূতি বলবো। মানুষ মানুষকে নাই চিনতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সে মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার এমন হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাই ভালোবাসতে পারেন। এটাই সত্যি।’
শাকিব খানের প্রসঙ্গে প্রশ্ন উঠতেই অপু বিশ্বাস বলেন, ‘আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজকে অবশ্যই সে স্ট্যাটাসটা পড়ে নিতে পারেন। তাহলেই আপনাদের প্রশ্নটা পরিষ্কার উত্তর পেয়ে যাবে।’
এরপর অভিনেত্রী বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের আরও সম্পর্ক রয়েছে। আমরা সবাই কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। যাদের নাম বললেন, তারাও কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তাই সে হিসেবে বলতে পারেন আমি সবাইকেই সম্মান করি।’
সবশেষে অপু বলেন, ‘আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মত মানুষ করে সবার সামনে আব্রামকে প্রেজেন্ট করতে পারবো। আর দর্শক ও ভক্তদের উদ্দেশে বলবো, তাদের কাছে অনেক ভালোবাসা আর দোয়া পেয়েছি, তারা যেন সব সময় সে ভালোবাসা আর দোয়াতে আমাকে ভরিয়ে রাখেন।’