শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। এরপর বড় হয়ে নায়িকা হিসেবে অভিনয়ের দুনিয়ায় নতুন করে কাজ শুরু করেন তিনি। চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে তার অভিনীত সিনেমা ‘জংলি’। এই সিনেমায় তিনি অভিনয় করছেন অভিনেতা সিয়াম আহমেদের সাথে। সিয়াম ছাড়াও আরও বেশ কয়েকজন নায়কের সাথে ইতিমধ্যেই অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি দীঘি কথা বলেছেন সুপারস্টার শাকিব খান ও আলোচিত নায়ক জায়েদ খানের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে। অভিনেত্রী জানান, শাকিব খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি।
বিষয়টি ব্যাখ্যা করে দীঘি বলেন, ‘শাকিব আংকেলের সঙ্গে ‘চাচ্চু আমার চাচ্চু’ সিনেমা হয়েছে। মানুষ আমাকে সেভাবে দেখেছে। ঐ জায়গা থেকে মনে হয়, শাকিব আংকেলের সঙ্গে রোমান্স করা আমার জন্য ঠিক হবে না।’
তবে রোমান্টিক অ্যাঙ্গেল না হয়ে দীঘির চরিত্রটি যদি অন্য দৃষ্টিকোণ থেকে হয়, তাহলে অবশ্যই তা ভেবে দেখবেন বলে জানান তিনি।
তাছাড়া ঢালিউডের আরও একজন অভিনেতার নামও নিয়েছেন ‘মুজিব: একটি জাতির রূপকার’ খ্যাত এই অভিনেত্রী, যার সাথে রোমান্স করতে চান না তিনি। সেই অভিনেতা হলেন জায়েদ খান। এ বিষয়ে দীঘি বলেন, ‘জায়েদ খানের সঙ্গেও সম্ভব নয়। কারণ তাকেও চাচ্চু বলে ডাকি।’
মূলত বাস্তব জীবনে চাচ্চু ডাকার কারণেই শাকিব খান ও জায়েদ খানের সাথে রোমান্স না করার সিদ্ধান্ত নিয়েছেন দীঘি।
প্রসঙ্গত, ‘জংলি’ সিনেমায় সিয়াম ও দীঘি ছাড়া আরও দেখা যাবে হালের দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীকে।