২০২৪ সালে ঘটে যাওয়া সকল বিষাদ মুহুর্ত গুলোকে বিদায় জানিয়ে ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে ফিরেছেন ওপার বাংলার অভিনেত্রী রিয়া গাঙ্গুলি।
ব্যক্তিজীবনে স্বামীর সঙ্গে বিচ্ছেদ, সন্তানসম পোষ্যর মৃত্যু, আরেকদিকে সব সামলে নানা ঝড়ঝাপ্টার পরেও নিজের দুই সন্তানকে সামলে কাজের জগতে ব্যস্ত হতে যাচ্ছেন। এই বিশাল পরিবর্তের প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আজকাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী রিয়া জানিয়েছেন, ‘বরবাদ’ সিনেমায় খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এই চরিত্র নিয়ে বিশেষ কিছু বলতে না পারলেও এতটুকু বলতে পারি, সম্পূর্ণ ইতিবাচক একটি চরিত্র। যে চরিত্রকে দেখে চোখের জল ফেলতে বাধ্য হবেন দর্শকেরা। এখনও বেশ কিছুদিনের শুটিং বাকি।’
সিনেমায় নিজের সহকর্মী শাকিব খান ও ইধিকা পল প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়নি আমার। তবে নতুন বছরে নিশ্চয়ই দেখা হবে এবং অনেক গল্প হবে। ইধিকার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে কয়েকদিনেই। আমরা দুই বোনের চরিত্রে অভিনয় করছি। খুব মিষ্টি একটি চরিত্র। কলকাতা, মুম্বাই এবং বাংলাদেশে এই ছবির শুটিং হচ্ছে।’
সবশেষে রিয়া গাঙ্গুলি বলেন, ‘ফেলে আসা খারাপ মুহূর্তগুলোকে নিয়ে আর বেশি ভাবতে চাই না। স্বামীর সঙ্গে দূরত্ব বাড়লেও, দুই সন্তানকে তা বুঝতে দেইনি। এই মুহূর্তে কাজ এবং পরিবার নিয়ে ভাল থাকতে চাই। পাশপাশি নিজের জীবনটাকেও গুছিয়ে নিতে চাই। আর যার শুরুটা করছি শাকিব খানের সাথে ‘বরবাদ’ সিনেমা দিয়ে।’