শোবিজ অঙ্গনের জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেত্রী মনিরা মিঠু। নাটকে তুমুল জনপ্রিয় এ অভিনেত্রী। উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় নাটক। শনিবার ১৯ এপ্রিল অনুষ্ঠিত অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে হাজির ছিলেন অভিনেত্রী।
নির্বাচন চলাকালীন গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। নির্বাচিত শিল্পী সমিতির কাছে কী কী চাওয়া থাকবে, তা বলেন মনিরা মিঠু। সেখানেই তিনি জানান, রাত জেগে কাজ করাটা থেকে বিরত থাকতে চান।
মনিরা মিঠু বলেন, ‘আমার একটাই চাহিদা, সারা রাত জেগে যেন কাজ করতে না হয়।
বয়স হয়েছে, সমস্যা হয়। পরদিন আরেকটা সেটে গিয়ে কাজ করতে হয়। আমি আজকে সারা রাত যে সেটে ফুল এফোর্ট দিচ্ছি, পরদিন তো সেই সেটে গিয়ে এফোর্টটা দিতে হবে! আমি টাইম মেইনটেইন করি। আমাকে যেন অন্তত সারা রাত কাজ করানো না হয়, এটাই একমাত্র প্রত্যাশা’।