অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় গুণে দর্শকদের মনে বিচরণ করেন তো বটেই। অভিনয়ের বাইরে একজন প্রাণীপ্রেমী হিসেবেও তিনি সুপরিচিত দর্শকদের মাঝে। রমজান মাসের শুরুতেই আরও একবার বহিঃপ্রকাশ ঘটলো অভিনেত্রীর এই প্রেমের।
১২ মার্চ অসহায় পশু-প্রাণীদের জন্য সহায়তা চেয়ে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন জয়া। একটি ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘আমাদের দেয়া কেক, বিস্কুটেই রাস্তার বেশিরভাগ কুকুরদের পেট ভরে। কিন্তু রমজান মাসে সেটাও তাদের কপালে জোটে না। তারা তো আর আমাদের মতো রোজা রাখে না। তাই সামান্য খাবারের জন্য সারাদিন এদিক-সেদিক ঘুরে বেড়ায়।’
এরপরই জয়া সকলের কাছে আহ্বান জানান এসব অসহায় প্রাণীদের জন্য এগিয়ে আসতে। তিনি যোগ করেন, ‘চলুন এই রমজানে আমরা রাস্তার এই অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি। আমাদের ঘরের বাইরে তাদের জন্য কিছু খাবার রেখে দেই।’
অসহায় প্রাণীদের জন্য জয়ার এমন আহ্বান নেটিজেনদের মনে ধরেছে বেশ। অনেককেই অভিনেত্রীর পোস্টে ইতবাচক মন্তব্য করতে দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে হাতি পালনে নিবন্ধন সনদ এবং সনদ নবায়ন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট আবেদন করেছিলেন জয়া আহসান। মূলত হাতি দিয়ে সার্কাস, হাতির পিঠে ভ্রমণ, বিয়ে বাড়িতে শোভাবর্ধন, বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের র্যালিতে বিজ্ঞাপনের মতো নানান বিনোদনের কাজে হাতিকে ব্যবহার করে কষ্ট দেওয়ার বিপক্ষে অভিনেত্রী। যার কারণে এই ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট করেন তিনি। পরবর্তীতে এসব কাজে ব্যক্তি মালিকানায় লাইসেন্স দেওয়ার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে জয় হয়েছিল জয়ার।