১০ মে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে আয়োজিত ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্ট নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ এনেছেন উপস্থিত দর্শকরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও-তে দেখা গেছে টিকিট ছাড়াই শত শত দর্শক ভেন্যুতে। উপস্থিত দর্শকদের ভাষ্য, এত বড় আয়োজনে নিরাপত্তা ছিল একেবারেই ঢিলেঢালা। আর এডভেন্টর কমিউনিকেশনস যদি ফ্রিতেই দর্শকদের ভেন্যুতে ঢোকার সুযোগ দিবে তাহলে তারা টিকিট কিনলো কেনো?
নসার্টের অভিজ্ঞতা জানিয়ে গিটারিস্ট এহসান রহযান জিয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এডভেন্টর কমিউনিকেশনস স্টেজ, সাউন্ড, স্ক্রিন মানেজমেন্ট, ফুড, এন্ট্রি, সেইফটি সিকিউরিটি, ভিআইপি টিকিট, প্রায় সব ক্ষেত্রেই যা যা করেছে, তা এক কথায় ‘প্রতারণা’। নিজেদের গুডউইল তৈরির সম্ভাবনাটা অংকুরে নিজেরাই নষ্ট করল ওরা।’
প্রসঙ্গত, বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য এবছরের অন্যতম চমক ছিল ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্ট । কারণ ‘ব্ল্যাক’ ব্যান্ডের পুরোনো লাইনআপ নিয়ে অনুষ্ঠিত হয়েছিল কনসার্টটি। তবে চরম অব্যবস্থাপনার প্রেক্ষিতে এডভেন্টরের ইভেন্ট বয়কট করার ঘোষণাও দিয়েছেন ক্ষিপ্ত দর্শকদের অনেকে।