গণমাধ্যমের খসড়া রিপোর্ট অনুযায়ী ৫৫৪ কোটি রূপি আয় করেছে রনবীর কাপুরের সিনেমা অ্যানিমেল। আর সেই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ‘হাসি তো ফাসি‘ নায়িকা পরিনীতি চোপড়া।
সম্প্রতি স্বামী, রাজনীতিবিদ রাঘব চাড্ডার সাথে একটি সাক্ষাৎকারে তিনি তার ‘অ্যানিমেল’ যাত্রা ভ্রষ্টের কথা উল্লেখ করেন। এতো আয় করা একটি সিনেমা থেকে ‘বাদ’ কিভাবে পড়লেন এই প্রশ্নের উত্তরে তিনি হেসে বলেন, বাদ পড়েননি। তিনি নিজেই সরে এসেছেন। পরিনীতি জানান, তার সাথে ডেট ও চরিত্র নিয়ে আলাপ শেষ হয়ে গিয়েছিল। তিনি তৈরি হচ্ছিলেন মনে মনে গীতাঞ্জলি হিসেবে নিজেকে পর্দায় মেলে ধরার। কিন্তু বাধ সাধে চমকিলা।
ইমতিয়াজ আলীর অমর সিং চমকিলা সিনেমাতে অভিনয় করার প্রস্তাব আসে তার কাছে। একে তো পরিচালকের সাথে তার কাজ করার ইচ্ছা। অপর দিকে বাস্ত জীবনের এক সৈনিকের জীবনীতে কাজ করার সুযোগ। সব মিলিয়ে অ্যানিমেলকে টাটা বলে চমকিলাকে আপন করে নেন পরিনীতি।
তিনি বলেন, হা, সিদ্ধান্তটি কঠিন ছিল, তবে আমি এখন মনে করি, উপরওয়ালা আমার জন্য ভালো কিছুই ঠিক করেছিলেন। তাই নিজেকে চমকিলার সাথে যুক্ত করি। তিনি তার সকল নমিনেশন, সমালোচকদের প্রশংসার কথাও উল্লেখ করেন।
উল্লেখ্য, পরিনীতির যে চরিত্রটি করার কথা ছিল, সেই ‘গীতাঞ্জলীতে পরে দেখা গেছে রাশমিকা মান্দানাকে।
ReplyReply to allForwardAdd reaction |