২৯ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তানি গায়ক আতিফ আসলামের ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টের ৩৭ দিন আগেই সব টিকিট বিক্রি হয়ে গেলেও, অবাক করা বিষয় এই যে যে স্টেডিয়ামে এই কনসার্টের প্রচারণা চালানো হচ্ছে, সেটির এখনো কোনো অনুমতি পায়নি আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস।
আর্মি স্টেডিয়ামের দায়িত্বশীল একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ আমাদের কাছে আবেদন করেছে। আবেদনের পর দাপ্তরিক যে কাজ চলার কথা, তা চলছে। এখনো আর্মি স্টেডিয়ামের অনুমতি তাদের দেওয়া হয়নি।’
আর এই বিষয়টি নিশ্চিত হতে আয়োজক প্রতিষ্ঠানের সাথে এখনও যোগাযোগ করা যায়নি। এমন তথ্য প্রকাশ্যে আসতেই দ্বিধায় পড়েছেন প্রিয় শিল্পীর কনসার্টের টিকিট কেনা অনেক শ্রোতা-ভক্তরা।
‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে আতিফ ছাড়াও পারফর্ম করার কথা রয়েছে আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম। একটি একটি ফটো কার্ড শেয়ার করে নিজের বাংলাদেশ সফরের সুখবরটি ভক্তদের নিজেই দিয়েছিলেন এই শিল্পী।