২৪ মার্চ সকালে প্র’য়া’ত হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। শেষকৃত্য সম্পন্ন করে মায়ের কাছে শেষবারের মত একটি আবদার করেন পূজা।
মাঝরাতে সোশ্যাল হ্যন্ডেলে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘শেষ…
যেখানেই থাকো, ভালো থেকো মা আমার। একটা আবদার তোমার কাছে , চলে গেছো বলে ভুলে যাবে, তা কিন্তু হবে না। প্রতিদিন আমার খোঁজ নিতে হবে। হয়তো মেসেঞ্জারে প্রতিদিন কল দিয়ে জিজ্ঞাস করবে না, ‘পূজা আসতে কি দেরি হবে?’ আমার পাশে এসে বসো, তাতেই আমি বুঝে নিব। আর আরেকটা কথা শোনো, ওইখানে কিন্তু বেশি মিষ্টি খাবে না। সুগার বেড়ে যাবে। আচ্ছা তাহলে থাকো মামনি।’
উল্লেখ্য, ডায়াবেটিসসহ দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন পূজা চেরির মা, ঝর্ণা রয়। এক সপ্তাহ আইসিইউ-তে কিছুটা সুস্থ হয়ে চার দিন আগেই বাড়ি ফিরেছিলেন তিনি।