Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

মৃণাল সেনের জন্মদিনে দেখতে পারেন নির্মাতার যে পাঁচ সিনেমা

প্রয়াত বিশ্ব বরেণ্য নির্মাতা মৃণাল সেন | ছবি: গুগল

সাল ২০২৪, ১৪ মে। প্রয়াত বিশ্ব বরেণ্য নির্মাতা মৃণাল সেনের ১০১ তম জন্মবার্ষিকী আজ। বাংলাদেশের ফরিদপুরে জন্ম নেওয়া মৃণাল সেন ছিলেন ধরাবাঁধা সিনেমার গন্ডি পেরিয়ে, সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রাম, স্বপ্ন, আনন্দ আর প্রতিবাদকে উপাদান করে সিনেমা নির্মাণের কারিগর।

গুণী এই ভারতীয় নির্মাতার জন্ম বাংলাদেশে হলেও দেশভাগের আগে আগেই চলে গিয়েছিলেন কলকাতায়। আর সেখানেই নতুন দেশ, বিচিত্র পরিবেশ আর টিকে থাকার সংগ্রামের ভেতর দিয়ে তিনি হয়ে উঠেছিলেন ভারতীয় সিনেমার অন্যতম সেরা একজন নির্মাতা।

১৯৫৫ সালে মৃণাল সেন পরিচালিত প্রথম সিনেমা ‘রাত-ভোর’ খুব একটা সাফল্যের দেখা না পেলেও তার ‘বাইশে শ্রাবণ’ সিনেমাটি রীতিমত ছিনিয়ে আনে আন্তর্জাতিক পরিচিতি। এরপর নিজের ৯৫ বছরের জীবনদশায় উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী সিনেমা।

চলুন যেনে আসি প্রখ্যাত ‘কলকাতা ট্রিলজি’ খ্যাত নির্মাতার যে পাঁচ সিনেমা দেখতে পারেন নিজের অবসরে।

‘বাইশে শ্রাবণ’ (১৯৬০):  

‘বাইশে শ্রাবণ’ যুদ্ধের পটভূমিতে নির্মিত এমন এক সিনেমা, যা বিশ্বব্যাপী ‘নির্মাতা’ খ্যাতি এনে দিয়েছিল মৃণাল সেনকে।

‘বাইশে শ্রাবণ’ ছবির পোস্টার | ছবি: আইএমডিবি

‘আকালের সন্ধানে’(১৯৮০):

 ১৯৮০ সালে নির্মিত সিনেমাটিতে ‘তেতাল্লিশের মন্বন্তর’ -এর নিদারুণ যোগসূত্র অন্য মাত্রার  নিয়ে গিয়েছিল ‘অকালের সন্ধানে’-কে। অমলেন্দু চক্রবর্তীর গল্প অবলম্বনে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন ধৃতিমান চ্যাটার্জি, স্মিতা পাতিল।

‘অকালের সন্ধানে’ ছবির পোস্টার | ছবি: আইএমডিবি

‘ইন্টারভিউ (১৯৭১):

‘কলকাতা’ ট্রিলজির প্রথম ভাগ ছিলো এই ছবি। এখানে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক। ‘ইন্টারভিউ’ সিনেমায় উঠে এসেছে পশ্চিমবঙ্গের উত্তাল দিনগুলোর গল্প।

‘ইন্টারভিউ’ ছবির পোস্টার | ছবি: আইএমডিবি

‘কলকাতা ৭১’ (১৯৭২):

কলকাতার আর্থসামাজিক ও রাজনৈতিক পটপরিবর্তন, খাদ্যসংকট, সত্তরের নকশাল আন্দোলন উঠে এসেছে ছবিতে। এটি চারটি আলাদা গল্পের সমষ্টি। সমরেশ বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রবোধ সান্যাল ও মৃণাল সেনের গল্প অবলম্বনে ছবিটিতে অভিনয় করেছেন মাধবী মুখোপাধ্যায়।

‘কলকাতা ৭১’ ছবির পোস্টার | ছবি: আইএমডিবি

‘পদাতিক’ (১৯৭৩):

‘কলকাতা’ ট্রিলজির শেষভাগে সেই সময়ের কলকাতার আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার প্রতিফলন ঘটিয়েছেন পরিচালক। এক রাজনৈতিক কর্মীকে নিয়ে লেখা গল্পে প্রধান চরিত্র করেন ধৃতিমান চট্টোপাধ্যায়।  

‘পদাতিক’ ছবির পোস্টার | ছবি: আইএমডিবি

লেখা: নূফসাত নাদ্বরুন

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাত্র কয়েক বসন্তের বাসিন্দা যে ‘আগুন’ কবি: সঞ্জীব চৌধুরী

তাকে কত কিছু দিয়েই পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে। সঙ্গীত শিল্পী, দলছুট ব্যান্ডের প্রাণ, কবি বা লেখক। সব পরিচয়…

ছেলে হয়েও ছোটবেলায় হুমায়ূন আহমেদ পরতেন মেয়েদের ফ্রক!

কিংবদন্তী হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে চিত্রালীর আজকের আয়োজনে রয়েছে তার শৈশব জীবনের চর্চার আড়ালে রয়ে…

৩৬-২৪-৩৬: হাসিঠাট্টায় সমাজের আয়নার দাগ

আয়না। কাঁচের আয়নাই বোঝে সকলে। সেই আয়না নাকী কখনো মিথ্যা বলে না। তাইতো বরফ রাজকুমারীর গল্পেও রানীকে প্রশ্ন করতে…

উপদেষ্টা ফারুকীকে নিয়ে বিভক্ত নেট দুনিয়া 

‘আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি’- একবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই স্ট্যাটাস পোস্ট করেছিলেন দর্শক নন্দিত…
0
Share