১ নভেম্বর মুক্তির আশায় থাকা দুই বলিউড সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম এগেইন’কে নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব।
৩১ অক্টোবর অর্থাৎ মুক্তির ঠিক একদিন আগেই সৌদি আরবের প্রশাসনের তরফ থেকে ছবি প্রদর্শনে নিষেধাজ্ঞা প্রসঙ্গে সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার আগেই দুই সিনেমাই দেখেছে সেই দেশের রিভিউ কমিটি। তাদের মতে, এই দুই ছবি হিংসা ও যৌনতায় ভরপুর। শুধু তাই নয়, এই দুই সিনেমা ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। সে কারণেই সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’। তবে শুধু বলিউডের এই দুই ছবিই নয়, দক্ষিণী ছবি ‘আমরণ’ কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তবে সৌদি আরবে নিষিদ্ধ হলেও, ভারতসহ বিশ্ব ব্যাপী অগ্রিম টিকিট বিক্রিতে দাপট দেখাচ্ছে ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম এগেইন’। বক্স অফিসের হিসেবে ইতিমধ্যেই এক কোটি রুপির ব্যবসা করে ফেলেছে কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ভুলভুলাইয়া ৩’। অন্যদিকে অগ্রিম বুকিংয়ে ‘সিংহাম এগেইন’ অনেকটাই পিছিয়ে। অজয় দেবগণের এই ছবি ব্যবসা করেছে ২৫ লক্ষ রুপির উপরে।