৫০ বছরে সোলস ব্যান্ডে বাজিয়েছেন এমন মুখ অসংখ্য! আইয়ুব বাচ্চু থেকে নকীব খান, পিলু খান থেকে তপন চৌধুরী হয়ে আজ সোলসের হাল ধরেছেন পার্থ বড়ুয়া, নাসিম আলী খান, মারুফ হাসান রিয়েল, মীর শাহরিয়ার মাসুম এবং আহসানুর রহমান আশিক! এত বছর পরেও সোলস টিকে আছে সগৌরবে! কী সেই রহস্য? জানালেন মীর মাসুম নামে পরিচিত সোলসের কীবোর্ড প্লেয়ার। দর্শকদের ভালোবাসা পেয়েই এতদূর আসা। সামনের পথ পাড়ি দেয়াও হবে তাদের সহযোগিতায়। তাই দর্শকদেরই দেয়া হয়েছে তিনটি থেকে যেকোন একটি লোগো বাছাই করার দায়িত্ব। ইতিমধ্যেই লোগো তিনটি ভোটিংয়ের জন্য সোলসের অফিসিয়াল পেইজ ও পার্থ বড়ুয়ার ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বেশি ভোট পাওয়া লোগোটিই হবে ৫০ বছর পূর্তির উৎসবের লোগো। রজতজয়ন্তীতে সোলস অনুরাগীদের কাছ থেকে নতুন গানও আহবান করেছে । সেখান থেকেই সেরা ১০টি গান বাছাই করা হবে। পরবর্তীকালে এই গানগুলো হবে উৎসবের অংশ। [email protected] ইমেইলে গান পাঠানোর জন্য আহবান করা হয়েছে। আর তা পাঠানোর শেষ সময় ১৫ জুলাই ২০২৩। হাফ সেঞ্চুরি করা দলটির নানা ধাপের পরে এখন পর্যন্ত হাল ধরে আছেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া।
জয়া আহসান এর পদবি: কেন এখনো ব্যবহার করেন প্রাক্তন স্বামীর নাম?
জয়া আহসান এর পদবি: আলোচনায় অভিনেত্রীর নামের রহস্য দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।  যার শোবিজ…
					 
			 
						 
				 
				 
				