Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫

‘মিস স্টার ইউনিভার্স’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশী অনন্যা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘মিস স্টার ইউনিভার্স’ প্রতিযোগিতায় বিশ্বের নয়টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের অনন্যা আফরিন।মুকুট জয় করে ইতিমধ্যে দেশে ফিরেছেন এই মডেল। দেশে ফেরার পর অনন্যা আফরিনকে সংবর্ধনা জানাতে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের।

এ সময় অনন্যা আফরিন বলেন, ‘এই সাফল্যের জন্য আমি সৃষ্টিকর্তা, আমার মা ও আমার শিক্ষক পিয়াল ভাইকে ধন্যবাদ জানাই।মিস স্টার ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের পতাকা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পেরে আমি গর্বিত। এই অর্জন শুধু আমার নয়, সারা বাংলাদেশের। দোয়া করবেন, যেন আমি ভবিষ্যতেও দেশের নাম আরো উজ্জ্বল করতে পারি।’

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের সিনেমা ও সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা।এরমধ্যে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি কাজী হায়াত, প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম, শিল্পী সমিতির সহসভাপতি ডিএ তায়েব, অভিনেতা শাওন আশ্রাফ, ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন, চিকিৎসক সাবরিনা এবং অনন্যার মা নাছিরাসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা অনন্যা আফরিনের এই আন্তর্জাতিক অর্জনকে বাংলাদেশের জন্য এক গৌরবময় সাফল্য হিসেবে উল্লেখ করেন এবং তার আগামীর পথচলার জন্য শুভকামনা জানান।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাহরুখ নয়, শাকিবকেই বেছে নিলেন মনিকা কবির

রাশিয়ান মডেল, কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী মনিকা কবির। অনেক দিন ধরেই তিনি বাংলাদেশে আছেন। বিভিন্ন এলাকা ঘুরে…

‘ডানা থাকলেই উড়তে হয় না জেসমিন’ মিমসে সয়লাব ফেসবুক   

বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংলাপ ভাইরাল হয়েছে, যা নিয়ে এখনো চলছে চর্চা। গেল কোরবানি ঈদের…

নেহা কক্করের গান শুনে নিজের গালেই চড় মারেন বিচারক

একসময় ‘ইন্ডিয়ান আইডল’-এ প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন সংগীতশিল্পী নেহা কক্কর। এবার সেই আসরেই বিচারকের আসনে…
Exit mobile version