সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মত কোনো নারী সৌদির প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মিস ইউনিভার্সের মঞ্চে।
দ্য খালিজ টাইমস এবং এবিসি নিউজের তথ্যানুযায়ী, মিস ইউনিভার্স আসরে এবারই আনুষ্ঠানিকভাবে নাম লেখাচ্ছে সৌদি আরব। দেশটির প্রথম মিস ইউনিভার্সের প্রতিনিধির নাম- রুমি আলকাহতানি। এর আগে কখনো কোনো সৌদি তরুণী এই আসরে অংশগ্রহণ করেননি।
মূলত অচলায়তন ভাঙ্গার পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। রক্ষণশীল দেশটি নারীদের প্রতি দৃষ্টিভঙ্গী বদলাচ্ছে। সংস্কার কর্মসূচির আওতায় তাই এই বড় পদক্ষেপটি নেয়া হয়েছে। সৌদি নারীরা এখন থেকে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এমনকি, অংশ নিতে পারবেন সুন্দরীদের ক্যাটওয়াকেও।
এদিকে ২৭ বছর বয়সী রুমি পেশায় একজন মডেল। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা আছে তার। ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে রুমির অনুসারীর সংখ্যা দশ লাখের উপরে। প্ল্যাটফর্মটিতে এই প্রতিযোগী নিজেও একটি পোস্ট করে তার মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা জানান।
রুমি বলেন, ২০২৪ সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। তার অগ্রযাত্রায় সকল শুভাকাঙ্খীদের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।