মিশরের পিরামিডের সৌন্দর্য যেন আরো বাড়িয়ে তুললেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া ফেসবুকে একের পর এক ছবি ভাগ করে জানান দিচ্ছেন তার স্বপ্ন পূরণ ও আনন্দের কথা। রবিবার ১৩ মার্চ নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশ কিছু ছবি ভাগ করে ক্যাপশনে তিনি লিখেছেন, মনে হচ্ছে সিনেমার কোন দৃশ্য… বরং তার চেয়ে ভালো, কারণ এটি বাস্তব।
এর আগে গত ৬ এপ্রিলেও মিশরের বেশ কিছু ছবি শেয়ার করে স্মৃতিচারণ করেছেন এই অভিনেত্রী। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘’আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং অবিস্মরণীয় দিনের স্মৃতিচারণ।
আমি প্রিয়ো মালোতি দলের সাথে আমাদের ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য মিশরে ছিলাম। আমরা পরিকল্পনা করেছিলাম যে রাজকীয় পিরামিডের সামনে একটি সাধারণ ফটোশুট হবে – যা আমি সবসময় স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমি জানতাম না, জীবনের আরও অসাধারণ কিছু পরিকল্পনা করা হয়েছিল।
আমরা যখন সেখানে দাঁড়িয়েছিলাম তখন আইকনিক পিরামিডগুলিকে আমাদের পটভূমিতে রেখে, সেই “সরল” ফটোশুটটি আমার স্বপ্নের বাইরের এক মুহূর্তে রূপান্তরিত হয়েছিল। আদনান হাঁটু গেড়ে বসে প্রস্তাব দেয় আমাকে।
সেই মুহূর্তে সবকিছু অবাস্তব মনে হচ্ছিলো। কারণ আমার পাশেই মিশরের সমৃদ্ধ সংস্কৃতি, কালজয়ী ইতিহাস, পিরামিড এবং মমির রহস্য। আদানানের প্রস্তাব সাথে আমাকে মুগ্ধ করেছিল।‘’
এর আগে ৩ এপ্রিলেও বেশ কিছু ছবি শেয়ার করেছেন মেহজাবীন। ছবিতে দেখা গেছে, মিশরের কোন এক পড়ন্ত বিকেলের সুর্যের সাথে মনের মাধুরী মিশিয়ে অনন্ত সুখের আনন্দ উপভোগ করছেন এই অভিনেত্রী।