‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে ২০২৩ সালের ঈদুল আজহায় বড় পর্দায় অভিষেক করেন অভিনেতা আফরান নিশো। প্রথম সিনেমাতেই দর্শকদের সুনজরে আসেন তিনি। বক্স অফিসেও দারুণ সাফল্য বয়ে আনেন ছোট পর্দার দর্শকপ্রিয় এই হিরো। কিন্তু ‘সুড়ঙ্গ’ মুক্তির পর কেটে গেছে এক বছর। অভিনেতার আর নতুন কোনও সিনেমায় যুক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছিলো না। প্রেক্ষাগৃহে নিশোকে আর দেখা যাবে কিনা, তা নিয়ে সন্দিহান ছিলেন তার ভক্ত ও অনুরাগীরা।
অবশেষে ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হলো। ডাবল ধামাকা নিয়ে ফিরে আসছেন আফরান নিশো। একসঙ্গে দুটি সিনেমায় অভিনয় করছেন তিনি।
জানা গেছে, এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সাথে নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নিশো। দুটি সিনেমারই প্রধান চরিত্রে অভিনেতার থাকার খবর নিশ্চিত হলেও কি হতে যাচ্ছে সিনেমা দুটির নাম, পরিচালনাই বা করছেন কে- এই বিষয়গুলো নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি। যদিও খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।
এদিকে ভক্তদের এতদিন অপেক্ষায় রাখার প্রসঙ্গে নিশো জানান, ‘যেকোনও সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য অবশ্যয়ই সময় খুবই প্রয়োজন। আর সিনেমার গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সব ক্ষেত্রে সঠিক সমন্বয়। এই সমন্বয় যত ভালো হবে, সিনেমাও তত ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য অবশ্যয়ই সময় দিতে হবে।’
এরপরই অভিনেতা যোগ করেন, ‘সময় দেয়া ও নেয়ার মধ্যেই ভালো সিনেমা। এজন্য মাঝে মধ্যে হারিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।‘ তবে নিশো আরও বলেন, ‘আবার এই হারিয়ে যাওয়ার অর্থ হারিয়ে যাওয়া নয়। এই হারিয়ে থাকা হচ্ছে সমন্বয়, তৈরি হওয়া। হারিয়ে থাকা তো নিখোঁজ সংবাদের আভাস দেয়, আবার খুঁজে পাওয়ার আগ্রহও সৃষ্টি করে। আর আমি অনেক নিখোঁজের মাঝে এই প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছি। যারা দুটি সিনেমার চুক্তি করেছেন আমার সঙ্গে। আমি তাদের এবং তারা আমাদের খুঁজে পেয়েছে, আমি আনন্দিত।’
নিশো নতুন সিনেমায় চুক্তিবদ্ধ প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিলও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি আশা করছেন, নিশো তার পরবর্তী সিনেমাগুলোয়ও অভিনয়ে কারিশমা দেখাবেন।