রাজধানির উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজে গতকাল ২১ জুলাই দুপুরে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার ঘটে । বিমানবাহিনীর যুদ্ধবিমানটি স্কুল চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয় ও সাথে সাথে আগুন ধরে যায় স্কুল ভবনে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের নিহত হওয়ার তথ্য জানা গেছে। আহত দেড় শতাধিক। হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এরই মধ্যে মর্মান্তিক এই দুর্ঘটনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোক প্রকাশ করেছেন দেশের বেশ কিছু তারকারা।
শোক জানিয়ে চিত্রনায়িকা বর্ষা আবেগঘন এক পোস্ট করেন , সেখানে সন্তানের প্রতি মায়ের অনুভূতি বোঝাতে গিয়ে তিনি লেখেন, ‘একজন মা হয়ে কিভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি বলেন? বাচ্চাদের স্কুলে পাঠিয়ে মোবাইলটা খুলে রাখি”। সকল অভিবাবকদের হয়ে তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বলেন “ হে আল্লাহ, আপনি সব মায়ের মন হালকা করে শান্তি ফিরিয়ে আনুন, আমিন। সর্বশেষ প্রশাসনের উদ্দেশে এই নায়িকা লেখেন, ‘এত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দয়া করে শহরের বাইরে নিয়ে যাবেন, যে এলাকায় কোনো মানুষ নেই, শুধু ক্ষেত আর পানি থাকবে।“
জয়া আহসান লিখেছেন, ‘আমি টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কিভাবে মেনে নেওয়া যায়! আহারে, এই বাচ্চাদের মা-বাবারা তাদের শূন্যতার ভার কিভাবে বইবেন। তাদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যে বাচ্চারা আহত হলো, তারা যেন সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই প্রার্থনা রইল”।
ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন,” এই জুলাই যেন বাংলাদেশে একের পর এক দুঃসংবাদের মাস হয়ে উঠেছে। কখনো আকাশ থেকে ভেঙে পড়ছে বিমান, কখনো নদী গিলছে প্রাণ, আবার কখনও রাস্তায় ঝরছে তরতাজা জীবন! একটার পর একটা দুর্ঘটনা যেন আমাদের হৃদয় ভেঙে দিচ্ছে। প্রতিদিন সকালে ঘুম ভাঙে আতঙ্কের খবর নিয়ে। এভাবেই কি চলবে? আমরা কি আর একটু নিরাপদ জীবন আশা করতে পারি না?’ সবশেষে অভিনেত্রী লেখেন, ‘আল্লাহ এই জাতিকে হেফাজত করুন। আমরা যেন শোক নয়, শান্তির খবর শেয়ার করতে পারি— এই আমাদের প্রার্থনা।’’
অভিনেত্রী আজমেরী হক লিখেছেন , “উত্তরার এই ঘটনা খুব ব্যক্তিগতভাবে নিয়েছি। সেই রাস্তা দিয়ে আমি প্রতিদিন আমার মেয়েকে স্কুলে নিয়ে যাই। তার স্কুল ঐ প্রতিষ্ঠানের খুব কাছেই।সৌভাগ্যবশত, এখন তাদের গ্রীষ্মকালীন ছুটি চলছে। কিন্তু এই ঘটনা আমাকে এতটাই মানসিকভাবে আঘাত করেছে যে, আমি আসলে কী অনুভব করছি তা সম্পূর্ণভাবে প্রকাশও করতে পারছি না”।অভিনেত্রি আরো লিখেছেন, “আমি যখন দূর থেকে দেখেই এতটা ভেঙে পড়েছি, তখন যারা সরাসরি এই ঘটনার শিকার হয়েছেন, তাদের এবং তাদের বাবা-মায়ের যন্ত্রণা কতটা গভীর, তা আমি কল্পনাও করতে পারছি না। এই মর্মান্তিক ট্র্যাজেডির ভয়াবহতা বর্ণনা করার মতো কোনো শব্দ আমার কাছে নেই।“
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত ও মর্মাহত। সকলের জন্য প্রার্থনা করছি!’
এই ঘটনায় দেশের শোবিজ জগতের অসংখ্য তারকারা শোক প্রকাশ করেছেন ও আহতদের সুস্থতা কামনা করেছেন ।