Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ভূত-প্রেত নাকি মানুষ, কিসে বেশি ভয়?

‘এই জীবনে পাপের বিচার হয়না, কবরে হয়। কিছু কিছু পাপ এত ভারি হয় যে, বিচার কবর ফুঁইড়া চইলা আসে।’ এই একটি সংলাপই আছে ‘২ষ’ এর প্রথম পর্ব ‘ওয়াক্ত’–এর ৩৪ সেকেন্ডর টিজারে। ভয় আর রহস্যে মিশ্রিত কথার সঙ্গে নানা রকম দৃশ্য আর শেষে হারমোনিয়ামের সুর গা ছমছম করে তোলে। এমন সব অনুভূতি নিয়ে শুরু হতে যাচ্ছে চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’। ১৮ ডিসেম্বর রাত ১২ টায় মুক্তি পেয়েছে সিরিজের প্রথম পর্ব ‘ওয়াক্ত’।

নুহাশ হুমায়ূন পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘পেট কাটা ষ’ এর দ্বিতীয় সিজন ‘২ষ’। ৪ সপ্তাহে মুক্তি পাবে ৪টি নতুন গল্প। যার প্রথমটি ‘ওয়াক্ত’; রাত ১২টা থেকে দেখা যাবে চরকিতে। পাঁচ জনের পাপের পাঁচ রকম অলৌকিক পরিণতি নিয়ে এর প্রথম পর্বটি।

নির্মাতা নুহাশ হুমায়ূন | ছবি: ফেসবুক

নির্মাতা নুহাশ হুমায়ূন বলেন, ‘খারাপ কাজের পর বা যদি বলি, পাপ করার পর অনেকের মধ্যে অনুশোচনা হয়, অনেকের হয়না। ‘ওয়াক্ত’ গল্পে এরকম একটা মনস্তত্ব নিয়ে কাজ করেছি। গল্পটা লেখা এবং এর নির্মাণ আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। এখানে পাঁচটি প্রধান চরিত্র নিয়ে কাজ করতে হয়েছে। একজনকে নিয়ে কাজ করাই কঠিন, সেখানে পাঁচজনকে নিয়ে কাজ করাটা আরও কঠিন। তারপরও সবার সহযোগিতায় কাজটি ভালো হয়ে উঠেছে বলে আমার মনে হয়।’

‘ওয়াক্ত’ পর্বে ৫ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান।

সিরিজের অন্য পর্বগুলো হলো ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। নুহাশ জানান, ‘ভাগ্য ভালো’ গল্পটি ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে। অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ’অন্তরা’–এর গল্প। সুর–ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ‘বেসুরা’–তে।

১২ ডিসেম্বর বিকেলে প্রকাশ পায় সিরিজটির ট্রেইলার। যেখানে পাপ, জ্বীন–ভুত, পরী, শয়তান শব্দগুলো শুনতে পাওয়া যায়। তবে যে সংলাপটি সবচেয়ে বেশি রহস্যের জন্ম দিয়েছে সেটি হলো– ‘ইবলিশ আর মানুষের মধ্যে পার্থক্য কী জানো? একটা তালব্য শ, আরেকটা পেট কাটা ষ’।

‘ষ’ এর দ্বিতীয় সিজন নিয়ে নুহাশ হুমায়ূন বলেন, ‘অনেকেই মনে করেন, হরর মানেই অন্ধকার থেকে একটা ভূত লাফ দিয়ে আসবে। ‘২ষ’ হরর জনরার হলেও এটি মূলত সাইকোলজিকাল হরর নিয়ে কাজ করেছে। ‘পেট কাটা ষ’ ছিল ছোট বেলায় শোনা ভূতের গল্প বা ছড়িয়ে থাকা ভূতের গল্প নিয়ে। কিন্ত এবার আমরা চেষ্টা করেছি সমাজের কোন জিনিসটা আমরা বেশি ভয় ভাই, সেটা নিয়ে কাজ করতে। তাই আমরা বলছি, ভূত-প্রেত নাকি মানুষ, কিসে বেশি ভয়? অন্ধকারের ভূতের চেয়ে সমাজের অনেক ইস্যু আমাদের মধ্যে বেশি ভয়ের সৃষ্টি করছে। ‘২ষ’–এ সেটাই বলার চেষ্টা করেছি।’

‘২ষ’ এর ‘ভাগ্য ভালো’–তে আছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ। কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, শিল্পী সরকার অপু আছেন ’অন্তরা’ পর্বে। আর ’বেসুরা’য় অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেকে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইউটিউবে চ্যানেল খুলে বিপাকে এক ভারতীয় নারী

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে লাখ লাখ অর্থ আয় করার খবর হরহামেশাই শোনা যায়। এবার…

‘উজান ভাটি’ নির্মাতা সি বি জামান আর নেই   

২০ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘উজান ভাটি’ খ্যাত…
0
Share