আটকে গেলো অভিনেতা শাকিব খানের ‘দরদ’ সিনেমার শুটিং। ২০ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় এই অভিনেতা যেতে পারেননি ভারতে। যার কারণে প্রকাশিত হয়নি সিনেমায় শাকিবের ফার্স্টলুকও!
‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের পর ‘দরদ’ নিয়ে শাকিব ভক্তদের কৌতূহলের মাত্রা সীমাহীন। তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছে কখন দেখতে পাবে নতুন সিনেমায় প্রিয় অভিনেতার প্রথম লুক। কিন্তু এখনো ওয়ার্ক পারমিট ভিসা পাননি শাকিব। তাই অভিনেতার ভিসা জটিলতা হয়ে দাঁড়ালো তাদের হতাশার কারণ।
শাকিবের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, ১৫ অক্টোবর ভারত যাওয়ার কথা ছিল অভিনেতার। এরপর ২০ অক্টোবর থেকে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এখনো দেশ ছাড়তে পারেননি শাকিব। কবে ভারতে গিয়ে শুটিং শুরু করতে পারবেন সেই ব্যাপারটিও অনিশ্চিত।
তবে ভক্তদের জন্য ছবিটির পরিচালক অনন্য মামুনের কাছে আছে এক সুখবর। তিনি জানান, “শুক্রবার শাকিব ভাইয়ের ফার্স্টলুক প্রকাশ করার কথা ছিল। কিন্তু কিছু টেকনিক্যাল কারণে করা হয়নি। এ নিয়ে শাকিব–ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ছবির নায়ক শাকিব খান ও নায়িকা সোনাল চৌহানকে নিয়ে মুম্বাইয়ে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান করব। সেখানেই ফার্স্টলুক প্রকাশ করা হবে।”
মামুন এই মুহূর্তে অবস্থান করছেন ভারতের মুম্বাইয়ে। দেরিতে হলেও ২৬ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু করতে পারবেন বলে আশাবাদী পরিচালক। তিনি গণমাধ্যমে এই বিষয়ে জানান, “ভারতের উত্তর প্রদেশে শুটিং করতে হলে ভারতের মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড বোর্ড কাস্টিং, দিল্লি থেকে অনুমতিপত্র নিতে হয়। ২০ অক্টোবর সেটি আমরা পেয়েছি। এই অনুমতিপত্র বাংলাদেশে মন্ত্রণলায়ে জমা দেওয়ার পর বাংলাদেশি শিল্পীদের ওয়ার্ক পারমিট ভিসা হয়ে যাবে। আশা করছি ২৬ অক্টোবর থেকে শুটিং শুরু করতে পারব।”
উল্লেখ্য যে, ‘দরদ’ সিনেমা প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। বলিউডের নায়িকা সোনাল চৌহানের সাথে ঢাকাই সিনেমার শাকিব খানের জুটিকে দেখার জন্য মুখিয়ে আছে দর্শক। যত দ্রুত দূর হবে ভিসা সংক্রান্ত জটিলতা, তত দ্রুতই ভক্তরাও দেখতে পাবে পর্দায় তাদের প্রিয় তারকাকে।
ছবি: সংগৃহীত