অভিনেত্রী ওয়ামিকা গাব্বি নিজেকে শক্তিশালী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন ‘জুবিলি ওয়েব সিরিজ’ দিয়ে। ওয়ামিকা নজর কাড়েন সবার। সেই সফল অভিনয়ের ধারাবাহিকতায় সুযোগ পান ‘ভুল চুক মাফ’ সিনেমায়। কিন্তু ভাগ্য কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছে যেন।
রাজকুমার রাওয়ের সঙ্গে জুটিবদ্ধ হয়ে রোমান্টিক কমেডি ঘরানার ছবি ‘ভুল চুক মাফ’ সিনেমায় অভিনয় করেন তিনি। ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিলো ৯ মে কিন্তু ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনার কারণে শেষ মুহূর্তে থিয়েটারে সিনেমাটির মুক্তি বাতিল করে ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১৬ মে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ‘ভুল চুক মাফ’। ছবির প্রযোজক দীনেশ ভিজান ৮ মে এক বিবৃতিতে জানান, ‘জাতীয় নিরাপত্তা ও জনগণের আবেগকে সম্মান জানিয়ে আমরা থিয়েটার মুক্তি থেকে সরে এসেছি। আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হলো—ছবিটি নিরাপদে ও সর্বোচ্চসংখ্যক দর্শকের কাছে পৌঁছাক।’
সিনেমা হলে মুক্তি না পাওয়ায় স্বাভাবিকভাবেই ওয়ামিকার আশাভঙ্গ। এ বিষয়ে ওয়ামিকা বলেন, ‘দেশের পরিস্থিতির কথা মাথায় রেখেই নির্মাতারা এ সিদ্ধান্ত নিয়েছেন, যা আমি সম্পূর্ণ সমর্থন করি। অবশ্যই থিয়েটারে মুক্তি পাওয়া একটা বড় উপলক্ষ হতো, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দর্শকের কাছে পৌঁছানো। আমি বিশ্বাস করি, ওটিটির মাধ্যমে এই ছবি আরো অনেকের কাছে পৌঁছবে।’
জাব উই মেট (২০০৭)-এ একটি ছোট ভূমিকায় অভিনয়ের মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক করেন। তবে তিনি সফলতা অর্জন করেন ইয়ো ইয়ো হানি সিং এবং অমরিন্দর গিলের সঙ্গে তু মেরা ২২ ম্যায় তেরা ২২ (২০১৩)-এ অভিনয় করেন। যার জন্য তিনি পিটিসি পাঞ্জাবি ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট সাপোর্টিং একট্রিস বিভাগে মনোনীত হন। এরপর তিনি ইশক ব্র্যান্ডি (২০১৪), নিক্কা জেইলদার ২ (২০১৭), পারহুনা (২০১৮), দিল দিয়া গাল্লা (২০১৯) এবং নিক্কা জেইলদার ৩ (২০১৯)-এর মতো অনেক পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।