২১ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় আছে শাহরুখ খান অভিনীত ও রাজকুমার হিরানী পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’। যার জন্য শুরু হয়ে গেছে দর্শকদের অগ্রিম টিকিট বুকিং দেওয়া। এর মধ্যেই ভারতীয় সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। পাশাপাশি ছবিটি বোর্ডের সদস্যদের থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে বলেও জানা গেছে।
ইন্ডিয়া টিভি’র তথ্যানুযায়ী, ‘ডানকি’ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ভারতীয় সেন্সর কমিটি। সেখানে উপস্থিত সকলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমাটি দেখে।
এদিকে বলিউড বাণিজ্য বিশ্লেষক গিরিশ জোহর জানিয়েছেন ‘ডানকি’র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার খবর। পাশাপাশি তিনি জানিয়েছেন, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন সিনেমাটিকে ইউ/এ সার্টিফিকেট দিয়েছে। আর এই ছবির সময়কাল ২ ঘণ্টা ৪১ মিনিট অর্থাৎ ১৬১ মিনিট।
প্রসঙ্গত, চার বছরের বিরতি শেষে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন করেন বলিউড বাদশাহ। ‘পাঠান’ সিনেমার পর ‘জাওয়ান’ সিনেমার মাধ্যমে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির একের পর এক রেকর্ড ভেঙেছেন শাহরুখ। তাই তার আসন্ন সিনেমা ‘ডানকি’ নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক।
এবার সেন্সর বোর্ডের মত দর্শকদের কাছেও কি ‘ডানকি’ করবে বাজিমাত? ২১ ডিসেম্বর থেকেই পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর।
সূত্র: ইন্ডিয়া টিভি