দেশের শোবিজে তরুণ অভিনেত্রীদের মধ্যে অন্যতম মারিয়া শান্ত। পড়াশোনার পাশাপাশি করছেন অভিনয়। সম্প্রতি শেষ করেছেন নীলাঞ্জনা নাটক। তবে অভিনয় করলেও তিনি চান দর্শক তাকে ধীরে ধীরে চিনুক। তার কোন তাড়াহুড়া নেই।
সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন নানা বিষয় নিয়ে। নাটকে নিজের অবস্থান আরো দৃঢ় করতে চান কিনা জানতে চাইলে তিনি বলেন, “কাজ তো করবই; কিন্তু তাড়া নেই। আমি চাই, আমাকে দর্শক ধীরে ধীরে কাজ দিয়ে চিনুক। এখনই দর্শক চিনে ফেলুক, কখনোই চাই না। এ ছাড়া তো বড় পর্দা আছে। সেখানেও তো কাজের সুযোগ রয়েছে। অভিনয় শিখে, এগিয়ে গেলে জায়গা একদিন হবেই।“
এছাড়াও তিনি ভাইরাল গার্ল হতে চান না বলেও জানিয়েছেন। তার মতে, ভাইরাল শব্দটাকেই আমি পছন্দ করি না। ভাইরাল শব্দকে আমি ভয় পাই। আমি ভাইরাল গার্ল হতে চাই না। ভাইরাল হলেই লাইফে প্যারা শুরু হয়ে যাবে। আলাদা একটি দায়িত্ব পড়বে। আমি এখন লেখাপড়া করছি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ক্যাম্পাসে, ক্লাসে সময় কাটাতে চাই। এর মধ্য দিয়ে ইচ্ছেমতো জীবনটাকে উপভোগ করতে চাই।
দর্শক তাকে নিয়ে কি ভাবেন জানতে চাইলে তিনি বলেন, নাটকে দর্শক শাড়িতেই তাকে বেশি দেখতে চায়। সেই প্রসঙ্গেই উঠে এলো কাদের শাড়ি পড়া মারিয়ার ভালো লাগে জানতে চাইলে তিনি বলেন, বলিউড অভিনেত্রী রেখাকে শাড়িতে সবচেয়ে সুন্দর লাগে। আলিয়া ভাটের শাড়ি পরার স্টাইলটাও অনেক সুন্দর। তাকেও শাড়িতে দেখতে পছন্দ করি। তবে আমি শাড়ি পরায় কাউকে অনুসরণ করি না। নিজের পছন্দমতো স্টাইলে শাড়ি পরি।“
সামনে কি কাজ আসতে যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, “কদিন আগে প্রান্তর দস্তগীর, পার্থ শেখ, সুদীপ্তসহ কয়েকজনের সঙ্গে অভিনয় করলাম। নাটকগুলো সামনে প্রচারিত হবে।“