Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ৬, ২০২৫

বিশেষ দায়িত্ব পেলেন অভিনেত্রী নওশাবা আহমেদ

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ প্রাণীকল্যাণ এবং পরিবেশ সংরক্ষণে গভীর আগ্রহী। তার এই সচেতনতার স্বীকৃতিস্বরুপ একটি সংস্থা তাকে প্রাণিকল্যাণ, বন্য প্রাণী সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতা তৈরির কাজে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছে। এখন থেকে বন্য প্রাণীর অধিকার রক্ষায় আরও নিবিড়ভাবে কাজ করবেন নওশাবা।

সম্প্রতি, রাজধানীর মোহাম্মদপুরে কুকুরদের বিষ মিশিয়ে হত্যার ঘটনায় সোচ্চার ছিলেন এই অভিনেত্রী। নতুন দায়িত্ব গ্রহণের বিষয়ে, ১৭ মার্চ ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন (ডিইএসসিএফ) তাদের ফেসবুক পেজে ঘোষণা দেয়, “অভিনেত্রী ও সমাজকর্মী কাজী নওশাবা আহমেদ আমাদের সংস্থার ‘অ্যাম্বাসাডর ফর ওয়াইল্ডলাইফ’ হিসেবে যুক্ত হয়েছেন। তার প্রাণিকল্যাণ এবং পরিবেশ সচেতনতা বিষয়ে যে সচেতনতা রয়েছে, তা সবারই জানা।”

ফেসবুক পেজে আরও বলা হয়, “এই যাত্রায় আমরা তার সঙ্গে একযোগে প্রকৃতি ও মানুষের সহাবস্থান প্রতিষ্ঠার জন্য কাজ করব। তার হাত ধরে সাধারণ মানুষের মাঝে বন্য প্রাণী সংরক্ষণের প্রতি ইতিবাচক ধারণা পৌঁছে দেব।”

এ বিষয়ে কাজী নওশাবা আহমেদ গণমাধ্যমকে বলেন, “প্রাণীজগতের প্রতি আমার গভীর সহমর্মিতা রয়েছে। ডিইএসসিএফ বন্য প্রাণী সংরক্ষণের কাজে নিবেদিত, তাই আমি তাদের সঙ্গে যুক্ত হয়েছি। শৈশব থেকেই প্রাণির প্রতি সদয় ছিলাম, কিন্তু এখনো দেখা যায়, বন্য হাতি মারা যাচ্ছে, সাপ মেরে ফেলছে মানুষ—এগুলো আমাকে খুব পীড়া দেয়। আমি সবসময় এসব বিষয় নিয়ে কথা বলি।”

তিনি আরও বলেন, “প্রাণীর জীবন রক্ষা করতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে চাই। এই সংস্থা দীর্ঘদিন ধরে আমাকে অনুসরণ করছিল, এবং তারা আমাকে তাদের সাথে কাজ করার জন্য আমন্ত্রণ জানালে আমি সম্মত হয়েছি। আশা করছি, সামনে আরও ভালো কাজ করতে পারব।”

সম্প্রতি, কাজী নওশাবা আহমেদ বাংলাদেশ শিল্পীকল্যাণ ট্রাস্ট এবং চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবেও যুক্ত হয়েছেন। এই দায়িত্বের পাশাপাশি তিনি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ, নুহাশ হুমায়ুনের ওয়েব সিরিজ ‘২ষ’-এর নতুন পর্ব ‘অন্তরা’য় তাকে দেখা গেছে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ট্রাম্প ট্যারিফে হুমকির মুখে দেশীয় চলচ্চিত্র  

হলিউড ইন্ডাস্ট্রির সোনালী দিন ফেরাতে আমেরিকায় আমদানীকৃত সকল আন্তর্জাতিক সিনেমার উপরে ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে…

‘বলিউড জঘন্য’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন ইরফান খানের ছেলে

রোববার ৪ মে ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন প্রয়াত বলিউড অভিনেতা ইরফান…

বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের  

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার মধ্যে এবার চলচ্চিত্রশিল্পকে নতুন শুল্কের ছকে আনতে চলেছেন মার্কিন…
0
Share