Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

আসছে পুলিৎজার জয়ী কার্টুনিস্ট অলিফ্যান্টের বায়োফিল্ম ‘এ স্যাভেজ আর্ট’

‘আ স্যাভেজ আর্ট’-এ যে বিষয়গুলি অন্বেষণ করা হয়েছে তা আগের চেয়ে এখন অনেক বেশি প্রাসঙ্গিক। তবে প্যাটের জীবন এবং অসাধারণ কর্মের গল্পের চেয়েও এই চলচ্চিত্রটি সাংবাদিক এবং নাগরিকদের বলতে চাইছে যে, আপনারা ক্ষমতার সামনে সত্য কথাটা বলুন, সেটা যে উপায়েই হোক না কেন।“

প্যাট্রিক অলিফ্যান্ট ছিলেন একজন দৈত্যাকার কার্টুনিস্ট যিনি সাহসের সাথে ও তার শক্তিশালী কলম আর কার্টুন দিয়ে রাষ্ট্রপতি থেকে শুরু করে পোপ এবং আমেরিকান কর্পোরেট শ্রেণীর বিরুদ্ধে একাই লড়াই করেছিলেন। তাঁর এই সাহসিকতার পুরষ্কার হিসেবে পেয়েছেন বিখ্যাত পুলিৎজার পুরস্কারও। অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এই কার্টুনিস্টের কাজের সময় কাল প্রায় পাঁচ দশক এবং তাঁর এই প্রতিবাদী কাজের সময়ের ভিতর দশজন মার্কিন রাষ্ট্রপতি অদল-বদলও হয়েছেন।

আমেরিকার সবচেয়ে বিখ্যাত এবং ভয়ঙ্কর রাজনৈতিক কার্টুনিস্ট অলিফ্যান্ট তার তীক্ষ্ণ বুদ্ধি এবং অঙ্কন দক্ষতার মাধ্যমে, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যোগসাজশ, লোভ, কর্পোরেট ভণ্ডামি এবং পুঁজিবাদী অহংকারকে আক্রমণ করেছিলেন। তার কার্টুনের লক্ষ্যবস্তু ছিল সবসময়ই রাজনৈতিক। আর সেই বিখ্যাত কার্টুনিস্টকে নিয়ে এবার তথ্যচিত্র বানালেন পরিচালক বিল বানোস্কি। নাম “এ স্যাভেজ আর্ট: দ্য লাইফ এন্ড কার্টুনস অব প্যাট অলিফ্যান্ট”।

তথ্যচিত্রটিতে প্যাটের নিজের ও তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সাক্ষাৎকারের মাধ্যমে তাঁর দীর্ঘ জীবন এবং বিখ্যাত ক্যারিয়ারের গল্প বলা হয়েছে, পাশাপাশি প্রচুর আর্কাইভাল ফুটেজ এবং তার করা শত শত কার্টুনও দেখানো হয়েছে। ছবিটি একই সাথে রাজনৈতিক কার্টুনের ইতিহাসও তুলে ধরেছে। কার্টুনিস্টরা যুগ যুগ ধরে কতটা প্রভাবশালী ছিলেন তাও তুলে ধরা হয়েছে। একই সাথে আজকের রাজনৈতিক পক্ষপাতিত্বের এবং মিডিয়ার উপর কর্পোরেশনগুলোর নিয়ন্ত্রণও দেখানো হয়েছে। তথ্যচিত্রটি দেখাবে ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় আনতে অলিফ্যান্টের মতো কণ্ঠস্বর কেন আগের চেয়েও বেশি জরুরী।

এই ডকু-ফিল্মটি ইতোমধ্যে কিনে নিয়েছে ম্যাগনোলিয়া পিকচার্স। ডিসি/ডক্সে ছবিটির ওয়ার্ল্ড-প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। ম্যাগনোলিয়ার কেনা মার্কিন স্বত্বের অধীনে আগামী ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তথ্যচিত্রটি। ইতোমধ্যেই এর একটি ট্রেলার এবং পোস্টারও প্রকাশ করা হয়েছে।  

১৯৯০ সালে, দ্য নিউ ইয়র্ক টাইমস প্যাট্রিক অলিফ্যান্টকে “বর্তমানে কর্মরত সবচেয়ে প্রভাবশালী সম্পাদকীয় কার্টুনিস্ট” বলে তকমা দিয়েছে। ছবিটিতে বিশ্বব্যাপী গণতন্ত্রে রাজনৈতিক কার্টুনের ইতিহাস এবং গুরুত্ব, সেইসাথে পেশা এবং সংবাদপত্র শিল্পে পতনের কথা বলা হয়েছে।

“প্যাট অলিফ্যান্ট সবচেয়ে সাহসী, সৃজনশীল উপায়ে ক্ষমতার বিরুদ্ধে সত্য কথা বলেছিলেন, তাঁর চিত্রগুলি আজও শক্তিশালীভাবেই প্রতিধ্বনিত হয়। বিল ব্যানোস্কি এবং তার দল তার গভীর উত্তরাধিকারকে ধারণ করে অসাধারণ কাজ করেছেন।“ম্যাগনোলিয়া পিকচার্সের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা ইমন বোলস এবং ডোরি বেগলি বলছেন।   

নির্মাতা বানোস্কি বলেন, “রাজনৈতিক কার্টুনিং এবং আমেরিকান ইতিহাসের অন্যতম মহান কার্টুনিস্ট প্যাট্রিক অলিফ্যান্ট সম্পর্কে নির্মিত তথ্যচলচ্চিত্র ‘এ স্যাভেজ আর্ট’-এর থিয়েটারে মুক্তির জন্য আমরা ম্যাগনোলিয়া পিকচার্সের সাথে একত্রিত হতে পেরে রোমাঞ্চিত।”

 ব্যানোস্কি বলেছেন। “‘এ স্যাভেজ আর্ট’-এ অন্বেষণ করা বিষয়গুলি আজ আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। প্যাটের জীবন এবং অসাধারণ ক্যারিয়ারের গল্পের চেয়েও বেশি, ছবিটি সাংবাদিক এবং নাগরিকদের জন্য যে কোনও উপায়ে ক্ষমতার কাছে সত্য কথা বলার আহ্বান।”

কার্টুনিস্ট প্যাট্রিক অলিফ্যান্ট | ছবি: ইন্টারনেট

নির্মাতা বানোস্কি আরো বলেন, ‘আ স্যাভেজ আর্ট’-এ যে বিষয়গুলি অন্বেষণ করা হয়েছে তা আগের চেয়ে এখন অনেক বেশি প্রাসঙ্গিক। তবে প্যাটের জীবন এবং অসাধারণ কর্মের গল্পের চেয়েও এই চলচ্চিত্রটি সাংবাদিক এবং নাগরিকদের বলতে চাইছে যে, আপনারা ক্ষমতার সামনে সত্য কথাটা বলুন, সেটা যে উপায়েই হোক না কেন।“

চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন পল ও’ব্রায়ান। নির্বাহী প্রযোজক ছিলেন সুসান কনওয়ে এবং সুসান ব্যানোস্কি।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রেকর্ড গড়া ‘সরদার জি ৩’ ভারতে কবে মুক্তি পাবে ?

পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জ ও পাকিস্তানী অভিনেত্রী হানিয়া আমির অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সরদার জি ৩’…

প্রতিবন্ধী কিন্তু প্রতিশোধে বেপরোয়া; রহস্যময় ‘আলী’র ট্রেলার

সোম্বার ১৪ জুলাই রাতে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘আলী’ সিনেমার ট্রেলার। ট্রেলারটি ১…

জুলাই গণ-অভ্যুত্থানের ৬৩টি গান নিয়ে সংকলন গ্রন্থ  

২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যেসব গান আন্দোলনকারীদের প্রেরণা ও সাহস জুগিয়েছে সেসকল গানের মধ্য থেকে…
0
Share