শিলাজিতের ‘এসো হে কেষ্ট’ হোক কিংবা রূপঙ্করের ‘ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব’; কিংশুক চট্টোপাধ্যায়ের কলম থেকে বেরিয়ে এসেছে অসংখ্য জনপ্রিয় গান। কাজ করেছেন হৈমন্তী শুক্লা, শিলাজিৎ, নচিকেতা, রূপঙ্কর বাগচী, সিধু সহ একাধিক নামকরা তারকার সাথে।এমনকি ২০২৩ সালের ২৫ আগস্ট মুক্তিপ্রাপ্ত হরনাথ চক্রবর্তীর সিনেমা ‘ও লাভলি’তেও গান লিখেছিলেন তিনি। কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে ৩০ আগস্ট দক্ষিণ কলকাতার সোনারপুরের এক হাসাপাতালে লিভারজনিত জটিলতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পশ্চিমবঙ্গের বিখ্যাত গীতিকার কিংশুক চট্টোপাধ্যায়। চিত্রালী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।
শুভ জন্মদিন ‘মহানায়ক’
অভিনয় জীবনের শুরুতে যদিও নানান চড়াই-উতরাই তাকে পেয়ে বসেছিল। একে একে মুখ থুবড়ে পড়েছিল ৭টি ছবি। আর্থিক অনটনের…