Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, আগস্ট ২৪, ২০২৫

বিজেপিকে আদর্শগত শত্রু বললেন অভিনেতা থালাপতি বিজয়

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাথিতে নিজ দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন অভিনেতা বিজয় য থালাপতি । এ বক্তব্যে তিনি কিছু রাজনৈতিক উদ্দেশ্য ও প্রতীকী বার্তা দিয়েছেন। আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।

বিজয় বলেছেন, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু হলো বিজেপি। আর আমাদের রাজনৈতিক শত্রু হলো (দ্রাবিড় মুনেত্র কাজাগাম) বা ডিএমকে । টিভিকে বা তামিলাগা ভেটরি কাজাগম এমন কোনো দল নয়, যারা কাউকে ভয় পায় বা কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা চালায়। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। চলুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।’

বিজয় তাঁর রাজনৈতিক যাত্রাকে বর্ণনা করতে গিয়ে বলেন, সিংহ সব সময়ই সিংহ। একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে। এমন সিংহ শিকার করতে বের হয়। জঙ্গলে অনেক শিয়াল থাকে, কিন্তু সিংহ থাকে মাত্র একটি। সিংহই জঙ্গলের রাজা।

বিজয় ইঙ্গিত দেন, তাঁর দল আসন্ন নির্বাচনে সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি বলেন, ‘২০২৬ সালের নির্বাচনের জন্য আমি প্রার্থীর তালিকা ঘোষণা করছি। আমি ২৩৪টি আসনেই লড়ব।’ তিনি বলেন, ‘আমি রাজনীতিতে এসেছি আমার বাজার হারিয়ে নয়। আমি মন থেকে বলতে চাই—আমি মানুষকে ভালোবাসি। আমি মানুষকে সম্মান করি। আমি মানুষকে পূজা করি। মানুষ আমাকে যা দিয়েছে, আমি তার প্রতিদান দিতে পারব না। আমি চিরকাল মানুষের সঙ্গে থাকব। এর বাইরে আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। এটিই এখন আমার পেশা।’

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পোশাক ও ভুল উচ্চারণের জন্য সমালোচনার মুখে জাহ্নবী  

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করলেও দক্ষ অভিনেত্রী হিসেবে এখনো প্রমাণ করতে পারেননি।…
Exit mobile version