সিঙ্গেল মাদার হিসেবে ছেলেদের বড় করে তোলার মাঝেও কাজ করা বন্ধ রাখেননি ঢালিউড মেগাস্টার শাকিব খানের দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। এবার তারা দুজন বসেছেন বিচারকের আসনে।
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া রিয়েলিটি শো মুমতাজ মেহেদি ‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস-২০২৪’ এর গ্র্যান্ড ফিনালে। আর সেখানেই বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার সাথে আরও ছিলেন চিত্রনয়াক জয় চৌধুরী, মডেল ও কোরিওগ্রাফার মারিয়া কিসপোট্রা, নাট্য নির্মাতা নাজনীন খান, মিডিয়া ব্যক্তিত্ব ও এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এম মাহমুদ হাসান, মডেল নুসরাত এবং নাট্যকার রাজীব মনি দাস।
আরেকদিকে অভিনেত্রী থেকে বিচারকের আসনে বসেছেন শবনম বুবলীও। ‘মমতাজ সিক্রেট বিউটি এক্সপার্ট’ অনুষ্ঠানে বিশেষ বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। অভিনেত্রী নিজেই এই তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, ‘যেকোনো মেধাভিত্তিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করাটা খুব চ্যালেঞ্জের। কারণ সেখানে যারা অংশ নেন সবাই মেধাবী। তাদের মধ্য থেকে চুলচেরা বিশ্লেষণ করে কাউকে বিজয়ী করা কঠিন। তবে এই দায়িত্বটা সম্মানেরও। আমি খুব এনজয় করেছি।’
উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালে। বিয়ের ১০ বছর পর তারা সম্পর্কে ইতি টানেন। এরপর শাকিব খান জুটি বাঁধেন বুবলীর সঙ্গে। তবে এখন দুজনই ঢালিউড মেগাস্টারের অতীত।