কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে ছাত্রদের সাথে মাঠে নেমেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এই আন্দোলনে প্রথম থেকেই শিক্ষার্থীদের পাশে আছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। এবার নতুন এক পরিকল্পনার কথা জানালেন তিনি।
৩ আগস্ট সালমান তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্টে ইংরেজিতে লেখেন, ‘আমি আগামীকাল আমার বারান্দায় জাতীয় পতাকা ওড়ানোর পরিকল্পনা করছি। আর প্রতিটি ঘরে ঘরে পতাকা ওড়ানোর স্বপ্ন দেখি!’
এছাড়াও দেশের চলমান পরিস্থিতি নিয়ে সালমান সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘এটা কী প্রাণী জেনে ভালো লাগলো।’ তাছাড়া একের পর এক পোস্ট করে এবং সশরীরে মাঠে নেমে তিনি ইতিমধ্যেই নিজের শক্ত অবস্থান নিয়েছেন।
বাংলাদেশে কারফিউ জারি করার পূর্বে তিনি শি’ক্ষা’র্থীদের সাথে আ’ন্দো’লনে নেমে টিয়ার গ্যাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরবর্তীতেও সালমানকে দেখা গেছে মাঠে নামতে।