জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি খুব শীঘ্রই বাবা হতে যাচ্ছেন। এই খুশির খবরটি জানিয়েছেন নির্মাতা নিজেই।
আজ ২২ এপ্রিল এই নির্মাতার বিবাহবার্ষিকী। এদিন স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অমি। ছবিতে দেখা যাচ্ছে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পোস্টে অমি লিখেছেন, ‘৯ বছর একসাথে’! ছবিটিতে রিঅ্যাকশন দিয়েছে প্রায় ৭৭ হাজারেরও বেশি মানুষ। বিবাহবার্ষিকীর অভিনন্দন জানানোর পাশাপাশি বেশির ভাগ মন্তব্যকারী নতুন অতিথির জন্য শুভ কামনা জানাচ্ছেন। অমি বলেন, ‘আলহামদুলিল্লাহ, একসঙ্গে ৯ বছর কাটিয়ে দিলাম।
নির্মাতা বলেন, ‘আমাদের বেবি হবে। এখনো আমি আসলে জানি না যে ছেলে হবে, নাকি মেয়ে। ইনফ্যাক্ট, এটা জিজ্ঞেসও করিনি। যেটাই হবে, আমি চাই, আমার সুস্থ সন্তান হোক এবং আমার ওয়াইফ সুস্থ থাকুক। সবার কাছে দোয়া চাই’।
প্রথম সন্তানের বাবা হতে যাওয়ার বিষয়টি অন্য রকম জানিয়ে তিনি আরো বলেন, ‘এখনো ঠিকঠাক বুঝতে পারছি না। সন্তান হওয়ার পর বুঝতে পারব আসলে ফিলিংসটা কেমন। এখন একটু অন্য রকম লাগছে, কারণ ওয়াইফকে তো কখনো এভাবে দেখিনি। আমার মনে হয়, নতুন করে এক ধরনের মায়া তৈরি হচ্ছে’।
এবারের ঈদে ওটিটি প্ল্যাটফরম বঙ্গতে মুক্তি পেয়েছে অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এতে অভিনয় করছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল। ওয়েব ফিল্মটি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।