দেখতে দেখতে একেবারে শেষের দিকে চলে এসেছে ২০২৪। শোবিজ অঙ্গনে তারকাদের সারা বছরের হিসেব নিকেশ কষতে গেলেই চলে আসে তাদের ব্যক্তিগত জীবনের কিছুদিক। আর তারকাদের সবকিছু নিয়ে নেটিজেনদের আগ্রহের সীমা নেই। প্রেমের গুঞ্জন থেকে বিয়ে এবং সন্তান হওয়ার খবর শিরোনামে থাকে। চলুন জেনে আসি চলতি বছরে কোন কোন তারকা আমন্ত্রণ জানিয়েছেন ছোট নতুন অতিথিকে —
জনপ্রিয় গায়ক-সুরকার, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার ও তার স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইনের ঘরে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। ২৪ অক্টোবর দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন তারকাজুটি।
বাংলাদেশি বংশোদ্ভূত মডেল ও মিস আয়ারল্যান্ড খ্যাত মাকসুদা আখতার প্রিয়তি। তিনিও তৃতীয় সন্তানের মা হবার সুখবর দিয়েছেন চলতি বছরেই।
চলতি বছরের ১০ মার্চ দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী নাগ।
গত ১৮ মার্চ নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা।
চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মা হয়েছেন অভিনেত্রী ঈশানা খান। অস্ট্রেলিয়ার রাজধানী সিডনির এক হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।
ছোট নতুন অতিথিকে স্বাগতম জানিয়েছেন বলিউড তারকাও —
এই বছরের ৮ সেপ্টেম্বর মেয়ে দুয়াকে স্বাগতম জানিয়েছেন বলিউড পাওয়ার কাপল খ্যাত রণবীর সিং ও দীপিকা পাডুকোন।
‘হীরামান্ডি’ সিরিজ খ্যাত রিচা চাড্ডা ও তার স্বামী, অভিনেতা আলি ফাজাল চলতি বছরেই আগমন জানিয়েছেন তাদের প্রথম সন্তানের। তারকা দম্পতি তাদের আদুরে মেয়ের নাম রেখেছেন জ়ুনেইরা ইদা ফাজাল।
বলিউডের অন্যতম প্রিয় জুটি, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা ২০২৪ সালে তাদের জীবনে স্বাগত জানিয়েছে তাদের দ্বিতীয় সন্তান, ছেলে আকায় কোহলিকে।
‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ খ্যাত সিনেমার পরিচালক আদিত্য ধরকে ২০২১ সালে বিয়ে করেন অভিনেত্রী ইয়ামি গৌতাম। চলতি বছরের ১০ মে মুম্বাইয়ের সুরিয়া হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী।
৭ ফেব্রুয়ারি বাবা হয়েছেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি।
এই বছরের নভেম্বরে প্রথম সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। গেল ১৩ ডিসেম্বর নিজের এক সপ্তাহের কন্যা সন্তানের প্রথম ঝলক প্রকাশ্যে আনেন অভিনেত্রী।
চলতি বছরেই বাবা-মা হবার সুখবর দিয়েছেন হলিউড তারকারাও —
জনপ্রিয় মার্কিন গায়ক জাস্টিন বিবারের ঘরে এসেছে পুত্র সন্তান। প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন জাস্টিন বিবার ও হেইলি বিবার দম্পতি।
মাতৃত্বের সংজ্ঞা বদলে দিয়ে ৫১ বছর বয়সে মা হয়েছেন হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। ২০১৫ সালে ‘গুড শার্লট’ ব্যান্ডের গিটারিস্ট বেনজি ম্যাডেনের সঙ্গে বিয়ে হয় ক্যামেরনের। ২০১৯ সালে তাদের ঘরে আসে দম্পতির প্রথম সন্তান কন্যা র্যাডিক্স।
চলতি বছরের ৬ মার্চ চতুর্থ সন্তানের মা হয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাডট।
নভেম্বরে প্রথমবারের মত মা হয়েছেন হলিউডের সিনেমা ‘বার্বি’ খ্যাত অভিনেত্রী মার্গট রবি। এই বছরেই টম একারলি ও মার্গটের কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান।
এই তালিকায় টালিউড তারকারাও বাদ যায়নি —
চলতি বছরেই দ্বিতীয়বারের মত মা হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকও। গেল ১৪ ডিসেম্বর ফুটফুটে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন নিসপাল-কোয়েল দম্পতি।
লেখা: নূফসাত নাদ্বরুন