সম্প্রতি কলকাতা ভ্রমণে ছিলেন বাতিঘরের উদ্যোক্তা কর্ণধার দীপংকর দাস। আর তখনই দেখা হয়ে গেল পশ্চিমবঙ্গের শ্রোতাপ্রিয়, বাংলাদেশেরও শ্রোতাদের পরিচিত গায়ক অনুপম রায়ের সাথে।
আলাপকালে বই নিয়ে বিশাল আয়োজন বাতিঘরের কথা শুনে বাংলাদেশে এসে বাতিঘরে যাবার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
বাতিঘর পাঠ্যাভাস তৈরি করার একটি উদ্যোগ। বই পড়ার এই মুক্ত পরিবেশকে উপভোগ করতে নগরীর প্রথিতযশা শিল্পী-সাহিত্যিকরা প্রতিদিনই আড্ডা জমান এখানে। বইপত্র ও লেখকদের নিয়ে প্রায়ই লেগে থাকে ছোটখাটো অনুষ্ঠান। এছাড়া বাতিঘরের রয়েছে নিজস্ব প্রকাশনা। দেশ-বিদেশের সমাদৃত ও সদ্য প্রকাশিত বইগুলো সংগ্রহ করে বাতিঘর পাঠকদের কাছে উপস্থাপন করে। আবার প্রেরণ করে সারাদেশের পাঠকদের কাছে। ঘরে বসেও বাতিঘরের বই পাওয়ার ব্যবস্থাও চালু হয়েছে।
এদিকে অনুপম রায় ২০২৩ সালে বাংলাদেশের কনসার্ট করে গেছেন। আবার ২০২৪ সালের শুরুতেও একটি ঘরোয়া নিমন্ত্রণে অংশ নিয়ে গেছেন।
মোটামুটি প্রায়ই আসা-যাওয়া চলতে থাকে বাংলাদেশে তার। অনুপম রায়কে ঘিরে বাতিঘরে ভিন্ন আলো জ্বলে উঠবে বলেই ইশারা দেন দীপংকর দাস তার সামাজিক মাধ্যমে।