Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, আগস্ট ২৭, ২০২৫

বাগদান সারলেন পপস্টার টেইলর সুইফট

এই সময়ের সব থেকে জনপ্রিয় পপস্টারদের একজন টেইলর সুইফট। অসাধারণ গান আর পারফর্মেন্সের জন্য বিনোদন জগতে বিখ্যাত এই গায়িকা এবার আলোচনায় এসেছেন তার বিয়ের খবরে। গতকাল সোমবার বাগদান সেরেছেন এই অভিনেত্রী।  

টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্র্যাভিস কেলসে মঙ্গলবার ইনস্টাগ্রামে যৌথভাবে বাগদানের সুখবর জানিয়েছেন। একটি বাগানে তোলা অসাধারণ ছবির একটি সিরিজ সহ এই খবরটি জানান তারকারা।

টেইলর সুইফট একটু হাস্যরস করে তার পোস্টে লিখেছেন, “আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।” পোস্টের সঙ্গে কেলসের প্রপোজ করার মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করা হয়, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ইনস্টাগ্রামে ঝড় শুরু হয় এই পোস্টের পরে। মুহূর্তেই এই পোস্ট ছড়িয়ে যায় কোটি-কোটি মানুষের কাছে। মাত্র ২০ মিনিটেই এটি ১৮ লাখের বেশি লাইক পায় এবং ভক্ত ও অন্যান্য সেলিব্রিটিরা অভিনন্দন জানাতে শুরু করেন। মোটকথা পুরো সোস্যাল মিডিয়ার হট কেকে পরিনত হয় এই পোস্ট।

দুই বছরের সম্পর্কের মধ্যে সুইফট ও কেলসের ঘনিষ্ঠতা ২০২৩ সালে অ্যারোহেড স্টেডিয়ামে সুইফটের কনসার্টের সময় আরও দৃঢ় হয়। যদিও কেলসে ২০১৬ সাল থেকেই সুইফটের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়লেও, ডিসেম্বরে সুইফট তা নিজেই স্বীকার করেন।

২০২৩ সালের গ্রীষ্মে কেলস সুইফটকে তার ফোন নম্বর সহ একটি বন্ধুত্বের ব্রেসলেট উপহার  দেওয়ার চেষ্টা করেছিলেন – এবং ব্যর্থ হন। তবে এবার তিনি ভিন্ন ধরণের গয়না দিয়ে বেশি সফল হয়েছেন।

অন্যদিকে ভক্তরা এখন তার নতুন অ্যালবামের জন্যও উন্মুখ। চলতি মাসে ঘোষণা করা হয়েছে, টেইলরের ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। আগামী ৩ অক্টোবর মুক্তি পাবে অ্যালবামটি। সেই সাথে তার বিয়ের খবরেও সরগরম নেট দুনিয়া। সব মিলিয়ে এই সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতই পপস্টার টেইলর সুইফট।   

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাহরুখ নয়, শাকিবকেই বেছে নিলেন মনিকা কবির

রাশিয়ান মডেল, কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী মনিকা কবির। অনেক দিন ধরেই তিনি বাংলাদেশে আছেন। বিভিন্ন এলাকা ঘুরে…

‘ডানা থাকলেই উড়তে হয় না জেসমিন’ মিমসে সয়লাব ফেসবুক   

বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংলাপ ভাইরাল হয়েছে, যা নিয়ে এখনো চলছে চর্চা। গেল কোরবানি ঈদের…

নেহা কক্করের গান শুনে নিজের গালেই চড় মারেন বিচারক

একসময় ‘ইন্ডিয়ান আইডল’-এ প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন সংগীতশিল্পী নেহা কক্কর। এবার সেই আসরেই বিচারকের আসনে…
Exit mobile version