আগামীকাল, ২৮ আগস্ট বিকেলে বন্যার্তদের সহায়তায় তহবিল সংগ্রহে জবির বিজ্ঞান বিভাগের মাঠে কনসার্টের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন।
কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আল আরাবি। তিনি বলেন, ‘কনসার্টটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সঙ্গীতজ্ঞদের একটি যৌথ প্রচেষ্টা যারা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আগ্রহী।’
তিনি আরও বলেন, ‘ইভেন্ট থেকে সমস্ত আয় ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য দেয়া হবে।’
কনসার্টে অংশ নেবেন দেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পীরা। তাদের মধ্যে রয়েছে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়েসহ অনেকে। কনসার্টে প্রতিটি টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। যা বন্যাদুর্গতের জন্য ব্যয় করা হবে।