ফ্যাসিস্ট তকমা পাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈশাচিকতা ও ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার অর্জনের ঘটনা গুলোকে নিয়ে সিনেমা নির্মাণের কাজ শুরু করেছেন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।
২৮ অক্টোবর সকালে নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফ্যাসিস্ট বিরোধী গণআন্দোলন ও গণহত্যা নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দেন বান্নাহ। পোস্টে নির্মাতা লেখেন, ‘জুলাই ফ্যাসিস্ট বিরোধী গণআন্দোলন ও গণহত্যা নিয়ে ফিল্ম এর কাজে নামলাম। প্রি প্রোডাকশন অন।’

প্রিয় নির্মাতার এমন ঘোষণায় ব্যাপক আগ্রহ প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের। পোস্টের কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে নির্মাতার জন্য শুভেচ্ছাবার্তা। মন্তব্যের ঘরে একজন নির্মাতার কাছে ‘নায়ক-নায়িকা কে হবেন জানতে চাইলে বান্নাহ উত্তর দেন, ‘ছাত্র-জনতা’

উল্লেখ্য, চলতি বছর জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতা নিয়ে দেশের বিভিন্ন নির্মাতারা চলচ্চিত্র বা নাটক নির্মাণের পরিকল্পনা করছেন। সম্প্রতিই জুলাই-আগস্টের এই গণঅভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকাই ছবির নির্মাতা রায়হান রাফি। এছাড়াও ছাত্র আন্দোলন নিয়ে নির্মাতা আশফাক নিপুনও একটি কনটেন্ট তৈরি করার আগ্রহ প্রকাশ করেন। এবার সে তালিকায় যুক্ত হলেন সময়ের জনপ্রিয় তরুণ নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। নির্মাতা হিসেবে বান্নাহ টেলিভিশন নাটকে ব্যতিক্রমধর্মী গল্প নির্মাণ করে তৈরি করে নিয়েছেন নিজের পরিচিতি। সারা বছর এই নির্মাতার ব্যস্ততা থাকে টেলিফিল্ম, নাটক নির্মাণে। গত অর্ধযুগে সাফল্য পাওয়া তরুণ নির্মাতাদের মধ্যে তিনি অন্যতম।