সোশ্যাল মিডিয়া পোস্টে সাংবাদিকদের ৪ মার্চ বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আমন্ত্রণ জানিয়ে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা অনন্ত জলিল।
৩ মার্চ দুপুরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করেন অভিনেতা। ক্যাপশনে লেখেন, ‘সম্মানিত সকল সাংবাদিক ভাই-বোনদেরকে আগামীকাল ৪ মার্চ ২০২৪ইং তারিখ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, হল-২ এ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল। উক্ত স্থানে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা হবে।’
বিষয়টি বেশ বাঁকা চোখে দেখছেন গণমাধ্যমকর্মীরা। কারণ প্রেস মিট বা অন্য যেকোনো প্রোগ্রামে গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানাতে হলে বরাবরই তাদের ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের এডিটরদের মাধ্যমে সসম্মানে যেতে বলা হয়। কিন্তু অনন্ত জলিল কেবল একটি পোস্ট করেছেন। এতে সাংবাদিকদের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করা হয়নি বলে জানিয়েছেন কয়েকজন সাংবাদিক।
আবার প্রশ্নকারী এক গণমাধ্যমকর্মীকে ‘আসতে হবে না’ উত্তর দেন জলিল-পত্নী বর্ষা। তার এই ’রিপ্লাই’ দেখে আরও বেশি তেঁতে উঠেছেন বিনোদন সাংবাদিক মহল!
যদিও পোস্ট করা ভিডিও-তে অভিনেতা উল্লেখ করেন তার কাছে আসলে সবার নাম্বার নেই। এমনকি এও জানান যে, সাংবাদিকদের সবার নাম্বার কালেক্ট করে একটি গ্রুপ খুলবেন তিনি।