৭ সেপ্টেম্বর সকাল ১১টায় নিজেদের যুক্তি দাবি জানাতে নিকেতনের গ্রাউন্ড জিরোতে একত্রিত হচ্ছেন দৃশ্যমাধ্যমের সাধারণ পেশাদার অভিনয় শিল্পীরা।
নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেত্রী মৌসুমী হামিদ, লিখেছেন, ‘’রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক’, আজ সকাল ১১টায় সকল দৃশ্যমাধ্যমের সাধারণ পেশাদার অভিনয় শিল্পীরা বসছি ’গ্রাউন্ড জিরো তে’। চাইলে আপনারাও আসতে পারেন, আমরা বিভেদ করবোনা। আমরা কথা বলব দেশের সকল দৃশ্যমাধ্যম পেশাদার অভিনয় শিল্পীর সঙ্গে। অনলাইনে বা সরাসরি। আমরা আমাদের কথাগুলো, প্রশ্নগুলো, পরিকল্পনাগুলো এবং সিদ্ধান্তগুলো জানাবো আজ।’
একজন শিল্পী হিসেবে অভিনেত্রী যোগ করেন, ‘আমরা অভিনয় শিল্পী সংঘের নির্বাচিত প্রতিনিধিদের সাথে সাধারণ পেশাদার অভিনয় শিল্পী হিসেবে বসতে চেয়েছি, কথা বলেছি। তারা কাগজ কলমের দোহাই দিয়েছেন। সেভাবেই আমরাও এগিয়েছি। আমরা সবাই পরস্পরের পরিচিত মুখ তারপরও তারা ’সদস্য’ এবং ’অ-সদস্য’ বলে বৈষম্য তৈরি করেছেন । আমাদের শুধু এইটুকুই চাওয়া ছিল- সুস্থ কাজের পরিবেশ, যে পরিবেশে কোন রাজনৈতিক ক্ষমতার আভাস থাকবে না, যে পরিবেশে প্রতিটা অভিনয়শিল্পীর স্বকীয়তা থাকবে, যে পরিবেশে শিল্পী ও শিল্পের উপর থাকবেনা কোন ’ফ্যাসিস্ট’- এর প্রভাব, যার একতরফা সিদ্ধান্তের ক্ষতিপূরণ গোটা শিল্পী সমাজ আজ বহন করছে। তাই…আজ সকাল ১১ টায়, ’গ্রাউন্ড জিরোতে’( নিকেতন ২ নং গেইটের কাছে)। সকল সহকর্মীকে অনুরোধ করবো আজ শনিবার সবাই আসুন। সবাই জানুক আমাদের মেরুদণ্ড সোজা এবং শক্তই আছে।’
উল্লেখ্য, দৃশ্যমাধ্যমের শিল্পীরা এর আগে জুলাইতে চলমান ছাত্র আন্দোলনেঅ ছিলেন সোচ্চার। এখন নতুন বাংলাদেশে, শিল্পী সমাজের সঠিক সংস্কারের প্রত্যাশায় ফের এক হচ্ছেন তারা।