সম্প্রতি ভারতীয় র্যাপার বাদশার সাথে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের প্রেমের গুঞ্জন চলছে অন্তর্জালে। তাদের প্রেম নিয়ে জল্পনা-কল্পনার মাঝেই দুজনকে দেখা গেলো একসাথে!
ভারতীয় গণমাধ্যমের সূত্রানুসারে, বাদশা, হানিয়া ও পাঞ্জাবি গায়ক-র্যাপার করণ আউজলা- এই তিনজন একসাথে ঘুরে বেড়িয়েছেন দুবাইতে। নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে হানিয়া পোস্টও করেন সেই সফরের কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও। একটি সেলফিতে হাস্যোজ্জ্বল অবস্থায় ফ্রেমবন্দি হয়েছেন বাদশা ও হানিয়া। এরপর সেই সেলফি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। পাশাপাশি খাবার খাওয়ার সময়েরও ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবিও ভাসছে এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে।
বাদশার সাথে হানিয়ার ছবিগুলো আবারও প্রশ্ন জাগিয়েছে নেটিজেনদের মনে। আসলেই কি প্রেম করছেন বাদশা-হানিয়া?
ভাইরাল হওয়া ছবি ও ভিডিও গুলোতে অনেককেই দেখা যাচ্ছে মন্তব্য করতে। একজন মন্তব্যের ঘরে লিখেছেন, “বাদশার সাথে আমার ক্রাশের ছবি, কেন!!” অন্য একজন আবার লিখেছেন, “হানিয়া কি বাদশাকে ডেট করছেন? মৃণাল ঠাকুরের এখন কি হবে?”। এমন আরও অসংখ্য মন্তব্য আছে এই তালিকায়। কেউ খোঁচা মেরে মন্তব্য করছেন। কেউ আবার অবাক হয়ে!
তবে নেটিজেনদের মনে উদয় হওয়া প্রশ্ন গুলোর উত্তর দিতে পারবেন কেবল বাদশা ও হানিয়াই।