প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে অনেক বছর আগেই বিচ্ছেদ হয়ে গেছে আমির খানের। বিচ্ছেদের পরও তাদের মধ্যে বন্ধুত্ব অটুট। তবে বর্তমানে নতুন প্রেমে রয়েছেন এই অভিনেতা। প্রেমিকা গৌরী স্প্রাট।
এবার প্রাক্তন স্ত্রী রীনার বাড়িতে প্রেমিকা গৌরিকে নিয়ে হাজির আমির খান। সাথে ছিলেন ছেলে জুনাঈদ। সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্ত। কী কারণে আচমকা প্রেমিকা ও ছেলেকে নিয়ে প্রথম স্ত্রীর বাড়িতে আমির, তা এখনও স্পষ্ট নয়।
এর আগে গত মাসেই নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে সবার সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দেন আমির খান। গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা। এক সন্তানের মা। আমিরের সঙ্গে তার বন্ধুত্বের বয়স কমপক্ষে পঁচিশ বছর। মাঝে অবশ্য বেশ কয়েক বছর যোগাযোগ ছিল না। রীনা এবং কিরণের সঙ্গে বিচ্ছেদের পর ফের যোগাযোগ হয় আমির ও গৌরীর। বছর দেড়েক আগে মন দেওয়া নেওয়া। সম্প্রতি ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি অনুষ্ঠানে গৌরীকে নিয়েই হাজির হন মিস্টার পারফেকশনিস্ট ।
আগামী ৩০ মে মুক্তি পেতে যাচ্ছে স্পোর্টস ড্রামা ‘সিতারে জামিন পার’। আপাতত সেই ছবির কাজে ব্যস্ত আমির।