গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘তুফান’ দেখতে আমন্ত্রণ জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
সম্প্রতি একটি প্রেস ব্রিফিংয়ে শাকিব বলেন, ‘আমি চাইবো প্রধানমন্ত্রীর যদি সময় হয় তাহলে কোথাও একটা স্পেশাল স্ক্রিনে প্রধানমন্ত্রী ‘তুফান’ সিনেমাটি দেখুন। তাহলে সেটা আমাদের জন্য অনেক আনন্দের হবে।’
এছাড়া ‘তুফান’ সিনেমা নিয়ে শাকিব বলেন, ‘আমি যখন আমার একটা ভালো কাজ দেখি তখন আসলেই অনেক ভালো লাগে। এই অনুভূতি প্রকাশ করার মতো না। রায়হান রাফি খুব চমৎকার বানিয়েছে সিনেমাটি।’
প্রসঙ্গত, ২০২৪ সালের ঈদুল আজহায় ‘তুফান’ মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। ব্যবসায় সফলতার পাশাপাশি ছবিটিতে দারুণ অভিনয়ের কারণে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে শাকিব খান। এ সিনেমায় ‘আয়নাবাজি’ খ্যাত গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয়ও সাড়া ফেলেছে দর্শক মহলে। শাকিব- চঞ্চল ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলু প্রমুখ।
দেশের গন্ডি পেরিয়ে ‘তুফান’ ইতিমধ্যেই চলছে দেশের বাইরে। যুক্তরাষ্ট্রে ২৮ জুন থেকে শুরু হয়েছে সিনেমাটির প্রদর্শনী।