বছর দুয়েক আগে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছিলেন সামান্থা রুথ প্রভু। ট্রালালা মুভিং পিকচার্স নামের এ প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে তৈরি হয়েছে একটি সিনেমা। সামান্থা প্রযোজিত প্রথম সিনেমার নাম ‘শুভম’। আগামী ৯ মে বিশ্বজুড়ে মুক্তি পাবে তেলুগু সিনেমাটি। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে শুভমের ট্রেলার। বেশ সাড়াও ফেলেছে ট্রেলার।
বলিউড ও দক্ষিণী সিনেমায় প্রায়ই দেখা যায় উগ্র পুরুষতন্ত্রের জয়গান। তার বিপরীতে দাঁড়িয়ে শুভম সিনেমায় হরর ও কমেডির মোড়কে তুলে আনা হয়েছে নারীশক্তির বিষয়টিকে, উগ্র পুরুষত্বকে করা হয়েছে কটাক্ষ। ‘আলফা মেল’ বলে দাবি করা পুরুষদের বিপক্ষে এক প্রতিবাদ এই সিনেমা।
সিনেমাটি নিয়ে সামান্থা বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল এমন একটি সিনেমা তৈরি করা, যা দর্শকদের ভাবাবে। চিন্তার রসদ জোগাবে। ট্রালালা মুভিং পিকচার্সের প্রথম প্রচেষ্টায় সেটা পাবে দর্শক। শুভমকে নিয়ে আমি সত্যিই উত্তেজিত, অধীর আগ্রহে অপেক্ষা করছি সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসার।’
প্রাভিন কান্দ্রেগুলা পরিচালিত শুভম সিনেমায় অভিনয় করেছেন হারশিত মালগিরেড্ডি, শ্রেয়া কোন্থাম, চরণ পেরি, শালিনী কোন্ডেপুদি, গাভিরেড্ডি শ্রীনিবাস, শ্রাবণী প্রমুখ।
শুভম ছাড়াও সামান্থার প্রযোজনায় তৈরি হচ্ছে ‘মা ইনতি বানগারাম’ নামের আরেকটি সিনেমা। তাতে প্রধান চরিত্রে সামান্থাই থাকবেন। তিনি এখন অভিনয় করছেন রাজ ও ডিকের ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ ওয়েব সিরিজে।