ইনস্টাগ্রামে প্রতি পোস্টে ১ মিলিয়ন ডলার আয় করতে পারেন মেগান মার্কেল। ধারণা করা হচ্ছে, বিভিন্ন ব্র্যান্ডের সাথে সামাজিক মাধ্যমে পোস্টের চুক্তি করে কারদাশিয়ানদের মত প্রতি পোস্টে মিলিয়ন ডলার আয় করার সুযোগ রয়েছে ‘স্যুইটস’ খ্যাত তারকার।
কিন্তু মেগানের ঘনিষ্ঠ এক সূত্র ২৬ আগস্ট গণমাধ্যমে জানায় ইনস্টাগ্রাম ব্যবহার করেন না মেগান।
তবে ইনস্টাগ্রাম ঘাটলে দেখা যায় ভিন্ন চিত্র।
মেগানের নামে ইনস্টাগ্রামে একটি হ্যান্ডেল খোলা আছে যেখানে প্রায় ১ লাখ ফলোয়ার রয়েছে। শুধু তাই নয়, মেগানের ঘনিষ্ঠ বন্ধু মান্দানা দায়ানি ও অ্যাকাউন্টটি ফলো করছেন বলে জানা গেছে।
এর আগে স্বামীর সাথে যৌথভাবে তৈরি করা মেগানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ছিল প্রায় ৯.৪ মিলিয়ন যেটা রাজপরিবারের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ২০২০ সালে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। তার লাইফস্টাইল ব্লগ ‘টিগ’- এর ফলোয়ার সংখ্যাও কম নয়।
২০২২ সালের আগস্ট মাসে ‘দ্য কাট’- এর সাথে দেওয়া এক সাক্ষাৎকারে মেগান মার্কেল ইনস্টাগ্রামে ফিরে আসার কথা বলার পর থেকেই সামজিক মাধ্যমে অভিনেত্রীর প্রত্যাবর্তনের খবরে সরব হয়ে উঠে মিডিয়াপাড়া।
শোনা যাচ্ছে কারটিয়ারের সাথে সামাজিক মাধ্যমে কাজ করতে মেগান অগ্রহ প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালে শেষ হওয়া অভিনেত্রীর টিভি সিরিজ ‘স্যুইটস’ ২০২৩ সালের জুন মাসে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর প্ল্যাটফর্মটির শীর্ষ ১০ শোতে নিজের জায়গা দখল করে নিয়েছে। একই মাসে স্পটিফাইয়ের সাথে চুক্তি বাতিলের পর তার পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা কল্পনা চলছিল গণমাধ্যমে।
এসবের মাঝেই মেগানের সামাজিক মাধ্যমে প্রত্যাবর্তনের খবরে বরাবরই সয়লাব হয়ে আছে গণমাধ্যম।