৩১ মার্চ প্রকাশ্যে এলো নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ ছবির নতুন পোস্টার। নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত নতুন পোস্টারে দর্শকদের দিলেন নতুন চমক।
প্রথম কোন ঢাকাই সিনেমার পোস্টারে দেখা দিলো সাত পুরুষ নেই কোনও নারী চরিত্র। সারি বেঁধে দাঁড়িয়ে আছেন শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর ও নাফিস আহমেদ।
পোস্টার প্রকাশ করে ক্যাপশনে মোস্তফা কামাল রাজ লিখেছেন, সব মুখোশের আড়ালে থাকে একটা চেহারা, আর চেহারার আড়ালে থাকে প্রকৃত সত্য।’
পোস্টারে আরও দেখা যায় এই ছবিটি উৎসর্গ করা হয়েছে একাধারে সাহিত্যে ও নির্মাণে অনন্য হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক মান্না। তবে কেবল কি ‘ওমর’ কেবল এই দুই কিংবদন্তিকে উৎসর্গ করা হয়েছে নাকি দর্শক পর্দায় দেখতে পাবেন তাদের, সেই উত্তরে নির্মাতা জানিয়েছেন, ‘ওনারা থাকছেন কি থাকছেন না, সেটি আসলে সিনেমা হলে যাওয়ার আগে কেউ বুঝবেন না। সে বিষয়ে আগাম বলতেও চাই না। তবে এই দুজন মানুষকে ছবিটি উৎসর্গ করার মূল কারণ, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা। হুমায়ূন আহমেদ আমার সবচেয়ে প্রিয় লেখক। তার লেখা এবং নির্মাণ আমাকে অনেক ইন্সপায়ার করেছে। আর নায়ক মান্না আমার অনেক প্রিয়, এমনকি আমার সিনেমার নায়ক শরিফুল রাজেরও প্রিয়। কেন এত প্রিয়, জানতে হলে সিনেমা হলে গিয়ে দেখতে হবে।’
উল্লেখ্য, সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে নির্মিত ‘ওমর’ সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে এই ঈদুল ফিতরে।