প্রকাশ্যে এলো শাকিবের নতুন সিনেমার পোস্টার
বাংলাদেশি চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান বরাবরের মতোই আবারও আলোচনায়। ভক্তরা বহুদিন ধরে তার নতুন সিনেমার অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটলো। প্রকাশ্যে এলো শাকিবের নতুন সিনেমার পোস্টার । গ্যাংস্টার চরিত্রে হাজির হচ্ছেন তিনি। ২০২৬ সালের ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাটি। শুক্রবার বিকেলে নিজের অফিসিয়াল পেজে একটি ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে নতুন সিনেমার ঘোষণা দেন তিনি।
গ্যাংস্টার চরিত্রে শাকিব খান
সিনেমাটির নাম ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। ফার্স্ট লুক পোস্টারে লালচে আবহে দেখা গেছে—ভিড়ের মধ্যে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছেন অনেকেই। তাঁদের মাঝেই শাকিব খান হাত উঁচু করে দাঁড়িয়ে আছেন। যদিও পোস্টারে চেহারা স্পষ্ট নয়, তবে ভঙ্গিমা থেকেই বোঝা যায়, এবার তিনি গ্যাংস্টার চরিত্রে হাজির হচ্ছেন।
পোস্টারের ভেতর ঢাকা শহরের পরিচিত বেশ কিছু স্থানের নামও লেখা রয়েছে—উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, কারওয়ান বাজার, শাঁখারীবাজার, গ্যান্ডারিয়া ইত্যাদি। যা স্পষ্ট করে যে সিনেমার গল্পের ভেতর ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ছোঁয়া থাকছে।
মুক্তি ও শুটিং পরিকল্পনা
প্রযোজনা সূত্রে জানা গেছে, শিগগিরই শুরু হবে সিনেমাটির শুটিং। এখানে শাকিব খানের বিপরীতে থাকছেন তিনজন নায়িকা। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে।
শাকিব খানের অন্য প্রজেক্ট
শুধু এই সিনেমাই নয়, এর বাইরে শাকিব ভক্তদের জন্য আরও খবর আছে। আসছে সেপ্টেম্বর ২০২৫-এ শুরু হবে তার আরেক নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং। এটি পরিচালনা করবেন সাকিব ফাহাদ, আর এতে শাকিব খানের বিপরীতে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
বিশ্লেষণ
শাকিব খানের ক্যারিয়ারে এবার গ্যাংস্টার চরিত্র একটি ভিন্ন মাত্রা যোগ করবে বলে ধারণা করছেন সমালোচকরা। তার আগে দর্শকরা তাকে রোমান্টিক হিরো থেকে শুরু করে অ্যাকশন হিরোর ভূমিকায় দেখেছেন। তবে ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত এই গল্প ভক্তদের জন্য হতে যাচ্ছে নতুন অভিজ্ঞতা।